Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন মাসের মধ্যে হচ্ছে না চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন


৮ জুলাই ২০১৯ ১৫:৩৬ | আপডেট: ৮ জুলাই ২০১৯ ১৫:৪৭

শিল্পী সমিতি নির্বাচিতদের শপথ অনুষ্ঠান। ফাইল ছবি।

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কোনো রকম তোড়জোড় নেই চলচ্চিত্র পাড়ায়। তবে প্রশ্ন ঘুরেফিরে মুখে মুখে; নির্বাচন কবে হবে? এই প্রশ্নের উত্তর পাওয়া দুরূহ বিষয় হয়ে পড়েছে। শিল্পী সমিতির মেয়াদ শেষ হওয়া কমিটির সদস্যরা এ বিষয়ে মুখে কুলুপ এঁটে বসে আছেন। বরং এ নিয়ে বেশিকিছু জানতে চাইলে বিরক্তিবোধ করছেন তারা।


আরও পড়ুন :  অঞ্জনের নাটকের মঞ্চ পরিবর্তন


তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিত্রনায়ক নির্বাচনের ব্যাপারে নতুন তথ্য দিলেন। জানালেন, সহসাই শিল্পী সমিতির নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। সারাবাংলাকে তিনি বলেন, ‘মেয়াদ শেষ হওয়ার তিন মাসের ভেতর নির্বাচন হওয়ার নিয়ম। কিন্তু নিয়ম অনুযায়ি তিন মাসের ভেতর নির্বাচন হবে না। কারণ, সামনে আগস্ট মাস। এটি বাঙালির জন্য শোকের মাস। এ মাসে নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না। সেক্ষেত্রে নির্বাচন পিছিয়ে সেপ্টেম্বরে চলে যাবে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ কিংবা অক্টোবরের প্রথম সপ্তাহে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এমন পরিকল্পনাতেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

চলচ্চিত্র শিল্পী সমিতির শেষ নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ৫ মে। আর নির্বাচিত নতুন কমিটি শপথ নিয়েছিল একই মাসের ২৫ তারিখ। সে হিসেবে চলতি বছরের ২৫ মে নির্বাচিত কমিটির দুই বছর মেয়াদের শেষ হয়েছে।

এবার নির্বাচনে কারা প্রার্থী হতে পারেন তা নিয়ে চলচ্চিত্র পাড়ায় নেই তেমন কোনো গুঞ্জন। বিক্ষিপ্তভাবে কিছু নাম শোনা গেলেও তা চূড়ান্ত নয়। তবে বর্তমান কমিটি যে পুনরায় নির্বাচন করবেন তা অনেকটা নিশ্চিত। কয়েকটি পদে রদবদল হবে বলে জানিয়েছেন ওই নাম প্রকাশে অনিচ্ছুক চিত্রনায়ক।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএসও/পিএ


আরও পড়ুন :

.   ভেঙেছে এলআরবি, ভয়েস হান্ট করে নেওয়া হবে ভোকাল

.   আবারও বিতর্কে কঙ্গনা

.   শুক্রবার মুক্তি পাচ্ছে আমদানি করা ‘কিডন্যাপ’

.   অঞ্জনের নাটক মঞ্চায়ন না করতে শিল্পকলার নির্দেশ

.   হিন্দি বিজ্ঞাপনে কাজ আমার জন্য নতুন অভিজ্ঞতা: নুসরাত ফারিয়া

.   নতুন সিনেমায় পূর্ণিমা!


চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর