শুক্রবার মুক্তি পাচ্ছে আমদানি করা ‘কিডন্যাপ’
৮ জুলাই ২০১৯ ১২:২১ | আপডেট: ৮ জুলাই ২০১৯ ১৩:০৬
দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আমদানিকৃত ভারতীয় বাংলা সিনেমা ‘কিডন্যাপ’। ছবিটি আমদানি করেছে শাপলা মিডিয়া। আগামী শুক্রবার (১২ জুলাই) মুক্তি পাবে বলে জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানটি। রাজা চন্দ পরিচালিত ছবিটিতে জুটি অভিনয় করেছেন দেব ও রুক্মিনী।
আরও পড়ুন : অঞ্জনের নাটক মঞ্চায়ন না করতে শিল্পকলার নির্দেশ
এর আগে গত সপ্তাহে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলে দেশিয় একটি ছবিকে সুবিধা করে দিতে আমদানিকৃত ছবিটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়। সারাবাংলাকে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, অর্ধশতাধিক সিনেমা হলে ‘কিডন্যাপ’ মুক্তি দেওয়ার চেষ্টা করছি আমরা। একদম নতুন ছবি বলা যায়। বাংলাদেশে দেব-রুক্মিনীর প্রচুর ভক্ত আছে। আমরা আশা করছি তারা ছবিটি দেখেবে।
নারী পাচার নিয়ে ‘কিডন্যাপ’ ছবিটি নির্মিত হয়েছে। মূখ্যমন্ত্রীর মেয়েকে অপহরণ করে নারী পাচারকারীরা। তাদের মুখোশ উন্মোচন করতে এক নারী সাংবাদিক আদা–জল খেয়ে নেমে পড়েন। কিন্তু একসময় তিনিও নারী পাচারকারী চক্রের খপ্পড়ে পড়ে যায়। ওই নারী সাংবাদিককে উদ্ধার করতে মিশনে নামেন দেব।
গেলো ঈদে ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পায়। মুক্তির পর ছবিটি সেখানে বেশ ভালো ব্যবসা করে। ছবিতে দেব–রুক্মিনী ছাড়াও অভিনয় করেছেন চন্দন সেন, শ্রীপর্ণা সেন, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ৷ ছবির সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলী ৷ প্রযোজক দেব নিজেই।
সারাবাংলা/আরএসও/পিএম
আরও পড়ুন :
. হিন্দি বিজ্ঞাপনে কাজ আমার জন্য নতুন অভিজ্ঞতা: নুসরাত ফারিয়া
. নতুন সিনেমায় পূর্ণিমা!