এ কোন কঙ্গনা!
৭ জুলাই ২০১৯ ১৩:৩০ | আপডেট: ৭ জুলাই ২০১৯ ১৩:৪০
প্রথম দেখায় মনে হবে হয়তো হলিউড অভিনেত্রী এঞ্জেলিনা জোলির কোনও ছবি হয়তো দেখছেন। ছবির ঢং এবং অ্যাকশনের ভঙ্গি অনেকটা সেরকমই। কিন্তু চোখ কচলে একটু ভালোভাবে দেখলে ভুল ভাঙবে। এঞ্জেলিনা জোলিকে নয় আপনি আসলে দেখছেন বলিউড অভিনেত্রী কঙ্গনাকে।
আরও পড়ুন : কি থাকছে আলিয়ার ইউটিউব চ্যানেলে?
হ্যাঁ, নিজের নতুন ছবি ‘ধাকাড়’ এ এমন রূপেই ধরা দিয়েছেন বলিউডের এই মিস পারফেক্টশনিস্ট। ‘ধাকাড়’ ছবিতে কঙ্গনার লুক চমকে ওঠার মতোই। কারণ এরকম অ্যাকশন চরিত্রে অতীতে তাকে দেখা যায়নি। ছবিতে দেখা যাচ্ছে দাউ দাউ আগুনের মধ্যে দু হাতে ভারি অস্ত্র তুলে অ্যাকশন ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন কঙ্গনা। সব মিলিয়ে বেশ মারদাঙ্গা ছবির আভাসই দিচ্ছে ‘ধাকাড়’। মারকাটারি এই ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের দেওয়ালিতে।
এদিকে চলতি জুলাইয়ের ২৬ তারিখ মুক্তি পাচ্ছে কঙ্গনার আরেক ছবি ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’। এই ছবি নিয়েও বেশ আলোচনা চলছে। ছবির টিজারে কঙ্গনার অভিনয় যতটুকু দেখা গেছে তাতেই প্রশংসায় ভাসছেন তিনি। ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ছবিতে কঙ্গনার সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন বলিউডের আরেক শক্তিমান অভিনেতা রাজকুমার রাও।
কঙ্গনা বর্তমানে ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ছবি নিয়ে ব্যস্ত আছেন। ছবির প্রচারনার কাজ করছেন। এরপরই তিনি ‘ধাকাড়’ ছবির শুটিং শুরু করবেন। ছবিটির কাহিনি লিখেছেন চিন্তন গান্ধী ও রিনীশ রবীন্দ্র। পরিচালনা করবেন রজনীশ রাজি ঘাই।
বিদেশি পত্রিকা অবলম্বনে
সারাবাংলা/পিএম
আরও পড়ুন :
. নকলের প্রমাণ মিললেও সতর্কে সমাধান
. ডালাসে বসছে বাংলা চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর
. কপিল বেশে রণবীরের জন্মদিন উপহার
. এক রিয়েলিটি শো থেকেই ২০০ কোটি পারিশ্রমিক!
কঙ্গনা রানাউত জাজমেন্টাল হ্যায় কেয়া ধাকাড় বলিউড রাজ কুমার রাও