নকলের প্রমাণ মিললেও সতর্কে সমাধান
৬ জুলাই ২০১৯ ১৪:১২ | আপডেট: ৬ জুলাই ২০১৯ ১৬:০৯
গেলো ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত ও প্রযোজিত ছবি ‘পাসওয়ার্ড’। মুক্তির পর প্রত্যাশা অনুযায়ি ছবিটি ব্যবসা সফল হয়। তবে ব্যবসা সফল হলেও ছবিটির বিরুদ্ধে আনা হয় নকলের অভিযোগ।
‘পাসওয়ার্ড’ কোরিয়ান ‘দ্য টার্গেট’ ছবির নকল- এরকম প্রশ্ন ওঠে। মৌখিক প্রশ্নের পাশাপাশি আনন্দ কুটুম নামে একজন চলচ্চিত্রকর্মী গত ১৭ জুন সেন্সর বোর্ডে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।
আরও পড়ুন : ডালাসে বসছে বাংলা চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর
অভিযোগের প্রেক্ষিতে চলচ্চিত্র সেন্সরবোর্ডের সদস্যরা বৃহস্পতিবার (৪ জুলাই) উল্লেখিত কোরিয়ান ছবিটি দেখেন। দেখার পর তারাও ছবিটির কয়েকটি দৃশ্যের সাথে ‘পাসওয়ার্ড’ ছবির দৃশ্যের মিল পান। তবে চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে ‘পাসওয়ার্ড’ ছবির বিরুদ্ধে কঠিন কোনো সিদ্ধান্ত নেননি তারা।
সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামূল কবীর সারাবাংলাকে বলেন, অভিযোগপত্র হাতে পাওয়ার পর আমরা সেন্সরবোর্ড সদস্যরা কোরিয়ান ‘দ্য টার্গেট’ ছবিটি দেখেছি। দেখার পর আমরাও ছবিটির সাথে ‘পাসওয়ার্ড’ ছবির কিছু দৃশ্যের মিল পেয়েছি। সোজা কথা, নকলের প্রমাণ পেয়েছি। কিন্তু বর্তমান বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থাতো ভালো না। আমরা চাইনা প্রযোজকদের চলচ্চিত্র নির্মণে অনুৎসাহিত করতে। তাই কঠিন সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থেকেছি।
তিনি আরও বলেন, আমরা ছবির প্রযোজক ও পরিচালককে চিঠি পাঠিয়েছি। সতর্ক করে দিয়েছি, যেন তারা ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকেন। সতর্ক করার পরও এমন কাজ করলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ছবির বিরেুদ্ধে নকলের অভিযোগ আনলে ছবির পরিচালক মালেক আফসারী সারাবাংলাকে বলেছিলেন, এটা কোরিয়ান ছবিটির নকল নয়। কারণ ‘দ্য টার্গেট’ এক ঘন্টা ৩৭ মিনিটের ছবি। আর ‘পাসওয়ার্ড’ দুই ঘন্টা ১৭ মিনিটের ছবি।
সারাবাংলা/আরএসও/পিএম
আরও পড়ুন :
. কপিল বেশে রণবীরের জন্মদিন উপহার
. এক রিয়েলিটি শো থেকেই ২০০ কোটি পারিশ্রমিক!
. ব্যতিক্রমি মানুষদের পাপেট শো আজ
টপ নিউজ নকল নিজামূল কবীর পাসওয়ার্ড মালেক আফসারী শাকিব খান সেন্সরবোর্ড