Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক রিয়েলিটি শো থেকেই ২০০ কোটি পারিশ্রমিক!


৬ জুলাই ২০১৯ ১১:৪০ | আপডেট: ৬ জুলাই ২০১৯ ১৪:৩৯

সালমান খানের উপস্থিতি মানেই অনুষ্ঠান হিট। ভারত জুড়ে রয়েছে তার কোটি কোটি ভক্ত। সবই ঠিক আছে, তাই বলে একটি রিয়েলিটি শো উপস্থাপনা করেই ২০০ কোটি টাকা পারিশ্রমিক নেবেন!

হ্যাঁ, তেমনটাই ঘটতে যাচ্ছে। জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস থার্টিন’-এর সঞ্চালনা বাবদ এই টাকাই দাবি করেছেন সালমান খান। পর্ব প্রতি তিনি যে টাকা দাবি করেছেন তাতে পুরো শোয়ের সম্মানীবাবদ অংকটা এমনই দাঁড়ায়।


আরও পড়ুন :  ব্যতিক্রমি মানুষদের পাপেট শো আজ


প্রথমে অবশ্য খবর রটেছিল  ‘বিগ বস থার্টিন’ করতে ৪০০ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন সালমান খান। শোনা গিয়েছিল, প্রতি সপ্তাহের স্পেশ্যাল এপিসোড শুট করতে তিনি ৩১ কোটি টাকা করে নেবেন। কিন্তু ‘বিগ বস’-এর টিম থেকে পরে জানানো হয়েছে তথ্যটি আদৌ ঠিক না। গত বছর পারিশ্রমিক বাবদ মোট ১৬৫ কোটি টাকা পেয়েছিলেন সালমান।

নতুন সিজনে নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন সালমান। অংকটা কত?

সালমান ঘনিষ্ট সূত্র বলছে, ৪০০ কোটি না হলেও অংকটা ২০০ কোটির নিচে হবে না। অর্থাৎ পর্ব প্রতি ১৩ কোটি নেবেন সালমান।

বিদেশি গণমাধ্যম অবলম্বনে

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :  তাপসী পান্নুকে কঙ্গনার বোনের ‘অপমান’


২০০ কোটি ৪০০ কোটি পারিশ্রমিক বিগ বস থার্টিন সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর