কবির সিংয়ের ডাবল সেঞ্চুরি নট আউট
৪ জুলাই ২০১৯ ১৪:৫৫ | আপডেট: ৪ জুলাই ২০১৯ ২০:৫৩
ডাবল সেঞ্চুরিতে পৌঁছে গেছে কবির সিং। ক্রিকেটিয় বাক্য হলেও এটি ক্রিকেট খেলার কোনো হিসেব নয়। বলিউড সিনেমা ‘কবির সিং’ আয় করে নিয়েছে দুইশ কোটি রুপিরও বেশি।
মুক্তির ১৩ দিনে এসেই ছবিটি ঢুকে গেল দুইশ কোটির ঘরে। এই ছবিটিই ২০১৯ সালে এখন পর্যন্ত সবচেয়ে কম সময়ে দুইশ কোটির ঘরে ঢুকে যাওয়া সিনেমা।
আরও পড়ুন : সালমানের ফিটনেস, ৩০০ জিম ও ক্যাটরিনা
২০০ কোটির ঘরে সালমান-ক্যাটরিনা জুটির সিনেমা ‘ভারত’র ঢুকতে সময় লেগেছে ১৪ দিন। আর ভিকি কুশল অভিনীত উরি সিনেমার ২৮ দিন লেগেছিল ২০০ কোটি আয় করতে।
ভারত ও ভারতের বাইরে মোট ৩৬১৬টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘কবির সিং’। ছবিটি নির্মাণ করতে খরচ হয়েছে ৬০ কোটি রুপি।
সন্দীপ রেড্ডি বাঙ্গা পরিচালিত ২০১৭ সালে মুক্তি পাওয়া তেলেগু হিট ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক ‘কবির সিং’। হিন্দি রিমেকে কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন শহিদ কাপুর ও হালের আবেদনময়ী কিয়ারা আদভানি। হিন্দি সংস্করনের পরিচালকও সন্দীপ রেড্ডি।
সারাবাংলা/পিএ
আরও পড়ুন : গান গেয়ে বিপাকে হানি সিং