তবে কী ‘বন্ড ২৫’র টাইটেল ফাঁস?
২৮ জুন ২০১৯ ১৬:১০ | আপডেট: ২৮ জুন ২০১৯ ১৬:১৭
যুক্তরাজ্য ভিত্তিক স্পাই জেমস বন্ডের খ্যাতি-সুনাম পৃথিবী জুড়ে। সিনেমায় চরিত্রটির অভিযান শিহরণ জাগিয়ে তোলে দর্শকদের মনে। এবার মুক্তি পেতে যাচ্ছে বন্ড সিরিজের ২৫তম সিনেমা।
ছবির নাম বা টাইটেল চূড়ান্ত না হওয়ায় সবাই ছবিটিকে ডাকছে ‘বন্ড ২৫’ নামে। তবে এবার গুঞ্জন উঠেছে ছিবিটির টাইটেল ফাঁসের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া এক ছবিতে দেখা যাচ্ছে সাদা একটি কাগজে কালো কালিতে হাতে লেখা ‘আ রিজন টু ডাই’। ধারণা করা হচ্ছে এটিই হতে যাচ্ছে বন্ডের নতুন ছবির টাইটেল।
বন্ড ভক্তদের সাইট ‘এমআই৬’ বলছে, ছবির প্রযোজক না কি ‘আ রিজন টু ডাই’-কেই টাইটেল হিসেবে নির্ধারণ করেছেন।
জেমস বন্ডের অফিসিয়াল পেইজে সম্প্রতি প্রকাশ করা হয়েছে একটি ভিডিওটি। ছবির অধিকাংশ দৃশ্যধারণ হচ্ছে জ্যামাইকাতে। দেশটির রাস্তায় গাড়ি চালাতে দেখা গেছে ডেনিয়েল ক্রেগ তথা জেমস বন্ডকে।
ছবিতে জেমস বন্ড হিসেবে ডেনিয়েল ক্রেগকে দেখা যাবে শেষবারের মতো। অন্যদিকে প্রথমবারের মতো আমেরিকান কোনো পরিচালক নির্মাণ করছেন বন্ড সিরিজের সিনেমা। পরিচালকের নাম ক্যারি জোজি ফুকুনাকা। বড় সাফল্যের কোনো ছবি পরিচালনা না করলেও তিনিই এবারের বন্ডের ক্যাপ্টেন। মজার বিষয় হলো ছবিটি নির্মিত হচ্ছে ফিল্মে।
সারাবাংলা/পিএ