Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওয়াজের সঙ্গে জুটি বাঁধছেন তামান্না


২৮ জুন ২০১৯ ১৫:২৯

বলিউডের নামকরা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করে জাত অভিনেতার তকমা পেয়ে গেছেন তিনি।

সিনেমায় নওয়াজ যত না রোমান্টিক, তার চেয়ে বেশি পরিশ্রমী চরিত্র, সন্ত্রাসীসহ কিছুটা ভিন্ন রকম। তবে এবার পুরো রোমন্টিক হয়ে পর্দায় আসছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

ছবির নাম ‘বলে চুড়িয়া’। ছবিটি নির্মাণ করবেন নওয়াজের ভাই শামাস সিদ্দিকী। তবে এরই মধ্যে কিছু রদবদল হয়েছে সিনেমায়।

প্রথমে ছবির নাম ও ছবির অভিনয়শিল্পী নাম ঘোষণার সময় জানানো হয়েছিল নওয়াজউদ্দিন এবং মৌনি রয় অভিনয় করবেন ছবিতে। কিন্তু কিছু কারণ দেখিয়ে মৌনি ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন।

নতুন খবর হলো, ছবিতে নায়িকা হিসেবে যুক্ত হয়েছেন ‘বাহুবলি’ খ্যাত নায়িকা তামান্না ভাটিয়া। ভারতীয় ম্যাগাজিন বলিউড হাঙ্গামার খবর তামান্নাকে পেয়ে বেশ খুশি পুরো ইউনিট।

কারণ, শুটিংয়ের সময় নিয়ে তামান্নার কোনো সমস্যা নেই। ছবিতে যে চরিত্রে তামান্না অভিনয় করবেন, সেই চরিত্রের জন্য তামান্না যথেষ্ট নিবেদিত। সব মিলিয়ে তামান্নাকে পেয়ে ‘বলে চুড়িয়া’ ইউনিটের ভালোই হয়েছে।

এই ছবির পর নওয়াজউদ্দিন সিদ্দিকীকে দেখা যাবে ‘সেক্রেড গেমস’ সিজন টু-তে।

সারাবাংলা/পিএ

তামান্না ভাটিয়া নওয়াজউদ্দিন সিদ্দিকী বলে চুড়িয়া

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর