বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন ২৬ জুলাই
২৭ জুন ২০১৯ ১৫:৪৮ | আপডেট: ২৭ জুন ২০১৯ ১৫:৫৯
দেশের চলচ্চিত্র সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’- বাচসাস। সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ জুলাই। বৃহস্পতিবার (২৭ জুন) নির্বাচনী তফসিল ঘোষণার মাধ্যমে এই তারিখ প্রকাশ করা হয়েছে।
বাচসাস নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আলিমুজ্জামনের স্বাক্ষর করা তফসিল অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ জুলাই। মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হবে ৪ জুলাই থেকে। আগ্রহীরা সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই ফর্ম সংগ্রহ করতে পারবেন।
আরও পড়ুন : আতঙ্ক ছড়াতে আবারও ঢাকায় আসছে অ্যানাবেল!
মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ জুলাই রাত দশটা পর্যন্ত। ৭ জুলাই মনোনয়ন প্রত বাছাই, ৮ জুলাই খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন পত্র সংগ্রাহকরা চাইলে তাদের মনোনয়ন প্রত্র প্রত্যাহার করতে পারবেন ৯ ও ১০ জুলাই।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১১ জুলাই রাত ৮টায়। ২৬ জুলাই হবে নির্বাচন। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দুপুর ১২ টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, শেষ হবে সন্ধ্যা ৬টায়। দুপুর ১ টা থেকে ২টা পর্যন্ত থাকবে ভোটগ্রহণ বিরতি।
নির্বাচিতরা ২০১৯-২১ মেয়াদের ঐতিহ্যবাহী এই সংগঠনের নেতৃত্ব দেবেন। বাচসাস প্রতিষ্ঠিত হয় ১৯৬৮ সালে।
সারাবাংলা/পিএ
আরও পড়ুন :
. তিন উৎসবে ‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’
. ৫ দিনেই ১০৫!
. রূপালী পর্দায় আসছে সৌরভ গাঙ্গুলির লর্ডস জয়ের গল্প
. সালমানের সবচেয়ে নিঃস্বার্থ বন্ধু কে?