৫ দিনেই ১০৫!
২৭ জুন ২০১৯ ১৪:০৫ | আপডেট: ২৭ জুন ২০১৯ ১৪:৫৪
শহীদ কাপুরের নতুন ছবি ‘কবির সিং’। ছবিটি ভালো করবে সে ধারণা মুক্তির আগেই পাওয়া গিয়েছিল। তাই বলে এতোটা ভালো!
খোদ শহীদ কাপুরও বোধহয় এতটা আশা করেননি। যে কারণে ছবির অভাবনীয় সাফল্যে তিনি আনন্দে ভাসছেন। ইন্সটাগ্রামে প্রকাশ করেছেন ছবির সাফল্যগাঁথা।
আরও পড়ুন : রূপালী পর্দায় আসছে সৌরভ গাঙ্গুলির লর্ডস জয়ের গল্প
৫দিনেই ১০৫ কোটি আয় করেছে মিড বাজেটের এই ছবিটি। কবির সিং নির্মাণে ব্যয় হয়েছে ৬০ কোটি রুপি। ছবিটি যদি ৭৫ কোটি রুপি আয় করতো তাতেই ছবির গায়ে হিট তকমা লেগে যেতো। সেখানে ৫দিনেই ১০৫ কোটি আয় করেছে শহীদ কাপুর আর কিয়ারা আদভানি অভিনীত ছবিটি। ১০৫ কোথায় গিয়ে ঠেকে সেটাই দেখার বিষয়।
ভারতের ৩ হাজার ১২৩টি প্রেক্ষাগৃহ এবং ভারতের বাইরে বিশ্বব্যাপী ৪৯৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘কবির সিং’। সবমিলিয়ে ‘কবির সিং’ ৩৬১৬টি সিনেমা হলে মুক্তি পেয়েছে।
সন্দীপ রেড্ডি বাঙ্গা পরিচালিত ২০১৭ সালে মুক্তি পাওয়া তেলেগু হিট ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক ‘কবির সিং’। হিন্দি সংস্করনের পরিচালকও সন্দীপ রেড্ডি। ছবিতে শহীদ কাপুর একজন নেশাগ্রস্থ যুবকের চরিত্রে অভিনয় করেছেন। তার প্রাক্তন প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার কারণে মূলত নিজের প্রতি ঘৃণা ধরে যায় তার। ফলে তিনি নিয়ন্ত্রণহীন জীবনযাপন করতে শুরু করেন।
বক্স অফিস সাফল্যের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পাচ্ছে ‘কবির সিং’।
সারাবাংলা/পিএম
আরও পড়ুন : সালমানের সবচেয়ে নিঃস্বার্থ বন্ধু কে?
কবির সিং কিয়ারা আদভানি বক্স অফিস বলিউড মুভি শহীদ কাপুর সাফল্য