Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন পরিচয়ে আলিয়া ভাট


২৬ জুন ২০১৯ ১৭:৩১

বিশ্বব্যাপী এখন ইউটিউবারের জোয়ার চলছে। সেই তালিকায় রয়েছে সাধারণ মানুষ থেকে নামী-দামী মানুষ। বলিউড ডিভা আলিয়া ভাটও এবার সেই তালিকায় নাম লেখালেন। খুলে ফেললেন নিজের ইউটিউব চ্যানেল। এমনিতে আলিয়া ভাট সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সরব থাকেন, নিয়মিত সেখানে ভক্তদের সাথে সংযুক্ত থাকেন। এবার নতুন পরিচয়ে আবির্ভূত হলেন তিনি।

ফিল্মফেয়ার জানিয়েছে, আলিয়া তার ইউটিউব চ্যানেলে প্রতিদিনকার ভ্লগ প্রকাশ করবেন। সেই সাথে থাকবে ফ্যাশন ও ফিটনেস বিষয়ক নানা টিপস। আলিয়া দীর্ঘদিন ধরে ভিন্ন ধরনের কিছু করার চেষ্টা করছিলেন।

বিজ্ঞাপন

তিনি তার ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রামে নিয়মিত ছবি, ভিডিও প্রকাশ করতেন। এবার তিনি সেসব কিছু ইউটিউবে প্রকাশের মাধ্যমে ভক্তদের আরও কাছে যেতে চান। তার ইউটিউব ভিডিওতে থাকবে নানারকম টক–শো।

সেই সব টক–শো থাকবে মূলত ফ্যাশন বিষয়ক। ফটোশুট করা বিভিন্ন পোশাক নিয়ে কথা বলবেন আলিয়া কিংবা অতিথি। এছাড়া শরীর সুস্থ রাখার নানা কৌশল বাতলে দেবেন ইউটিউব ভিডিওতে।

এদিকে আলিয়া ভাট এখন প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। অভিনয় করছেন না কোনো সিনেমায়। তবে  শিগগিরই তাকে ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে। এতে তিনি জুটি বেঁধে অভিনয় করছেন রণবীর কাপুরের সঙ্গে।

সারাবাংলা/আরএসও/পিএ

আলিয়া ভাট ইউটিউবার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর