Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৃহকর্মীর অন্তিম যাত্রায় অমিতাভ-অভিষেক


২৫ জুন ২০১৯ ১৫:৫৬ | আপডেট: ২৫ জুন ২০১৯ ১৭:৩৩

অমিতাভ বচ্চন অভিনেতা হিসেবে যেমন সবার পূজনীয়, মানুষ হিসেবেও তিনি শ্রদ্ধার। যৌবনে অভিনয় দিয়ে মাত করেছেন ভারতবাসীকে। এখন বয়স হওয়ার পর তার বিনয়, ভালোবাসা আর আচরণে নমস্য হয়ে উঠছেন তিনি।

বচ্চন পরিবারের দীর্ঘদিনের গৃহকর্মী মারা গেছেন সম্প্রতি। তার শেষকৃত্যে গিয়ে সুন্দর উদাহরণ তৈরি করলেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন।


আরও পড়ুন :  মৃত্যুর পরও থেমে নেই মাইকেল জ্যাকসনের আয়


শেষকৃত্যে অমিতাভ ও অভিষেক বচ্চনের উপস্থিতির ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রবীন এই গৃহকর্মী গত ৪০ বছর ধরে বচ্চন পরিবারের গৃহকর্মে সাহায্য করে আসছেন। তার মৃত্যুতে বচ্চন পরিবারের এই শোকার্ত অংশগ্রহণকে প্রশংসা করেছেন তাদের ভক্তরা।

অমিতাভ বচ্চন অভিনেতা হিসেবে জনপ্রিয়তার শীর্ষে। কেউ কেউ তাকে সুপারস্টার অব দ্য মিলেনিয়াম বলে থাকেন। বলিউডের এই শাহেনশাহকে কখনও কৃষকের পাশে, কখনও সহকর্মীদের পাশে, কখনও দরিদ্র মানুষের অধিকার আদায়ে, কখনও আবার প্রাক্তন সহকর্মীর প্রয়াণে শেষকৃত্যে দেখা যায়।

তার এই মানবিকতার বিষয়টি তরুণ অভিনেতাদের কাছে অনুসরণযোগ্য। সম্প্রতি গৃহকর্মীর শেষকৃত্যে তার উপস্থিতি পরবর্তী প্রজন্মের মধ্যে ইতিবাচক বার্তা বহন করবে বলে মনে করছেন তার ভক্তদের বড় একটি অংশ।

সারাবাংলা/পিএ/পিএম


আরও পড়ুন :

.   দায়িত্ব নিলো অভিনয়শিল্পী সংঘের নতুন কমিটি

.   বাগদানের পথে আলিয়া-রণবীর!

.   বাদী মিলার বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা

.   বেনেগালের ছবিতে বঙ্গবন্ধু চরিত্রে আহমেদ রুবেল!

.   প্যানেল ছাড়াই প্রযোজক সমিতির নির্বাচন


অমিতাভ বচ্চন বলিউড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর