Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগদানের পথে আলিয়া-রণবীর!


২৫ জুন ২০১৯ ১২:৪৯ | আপডেট: ২৫ জুন ২০১৯ ১৩:০৪

বলিউডে বর্তমানে সবচেয়ে চর্চিত প্রেমের জুটির একটি আলিয়া-রণবীর কাপুর জুটি। এই জুটির প্রেমের বয়স কম হলেও তাদের নিয়ে আলোচনা হয় অনেক। কারণ সম্পর্ক নিয়ে দুই তারকার কেউই বিশেষ লুকোছাপা করেন না। যদিও মাঝে তাদের সম্পর্কে ভাঙন ধরেছে বলে গুজব ছড়িয়েছিল। তবে শেষমেষ তা গুজবই থেকে যায়। কারণ সম্পর্ককে আরও পোক্ত করে এগিয়ে যাচ্ছেন আলিয়া-রণবীর।


আরও পড়ুন :  বাদী মিলার বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা


তারই অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরেই এনগেজমেন্ট সেরে ফেলবেন তারা। এমন খবরই ভেসে বেড়াচ্ছে বলিউডের বাতাসে। আলিয়া-রণবীরের ঘনিষ্ঠ এক বন্ধু খবরটা জানিয়ে বলেছেন, আলিয়া এবং রণবীর সেপ্টেম্বর নাগাদ এনগেজমেন্টের প্ল্যান করছে। ‘ব্রহ্মাস্ত্র’-র নতুন শিডিউলের শুটিং শেষ করে ওরা দুজন এখন রণবীরের বাবা-মায়ের সঙ্গে দেখা করতে নিউইয়র্ক আছে। সেখানে ঋষিজির ক্যানসার চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

রণবীর-আলিয়ার ওই বন্ধু আরও জানান, ৪ সেপ্টেম্বর রণবীরের বাবা ঋষি কাপুরের জন্মদিন। জন্মদিনটা দেশেই কাটাতে চান তিনি। আর সে সময়েই রণবীর-আলিয়ার এনগেজমেন্ট সেরে ফেলতে চান ঋষি। এ নিয়ে ভাট পরিবারের সঙ্গে আলোচনা করেছেন তিনি। জানা গেছে, এ ব্যাপারে ভাট পরিবারেরও আপত্তি নেই।

তবে এনগেজমেন্ট হলেও বিয়ে এ বছর হওয়ার খুব একটা সম্ভাবনা নেই।

ভারতীয় গণমাধ্যম অবলম্বনে

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :

.   বেনেগালের ছবিতে বঙ্গবন্ধু চরিত্রে আহমেদ রুবেল!

.   প্যানেল ছাড়াই প্রযোজক সমিতির নির্বাচন

.   হাতে কাজ নেই শাহরুখ খানের

.   শাকিব খান প্রযোজিত চার ছবির নাম ঘোষণা

.   ‘অলাতচক্র’ দিয়ে দেশের ছবিতে ফিরলেন জয়া


বিজ্ঞাপন

আলিয়া ভাট ঋষি কাপুর এনগেজমেন্ট বলিউড বিয়ে রণবীর কাপুর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর