বায়োপিকে কঙ্গনাকে চান অ্যাথলেট দ্যুতী চাঁদ
২৩ জুন ২০১৯ ১৮:৫৫ | আপডেট: ২৩ জুন ২০১৯ ১৯:০৮
ভারতীয় অ্যাথলেট দ্যুতী চাঁদ-কে নিয়ে বায়োপিক নির্মাণের পরিকল্পনা করছেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতারা। দ্যুতী ভারতের একশ মিটার জাতীয় দৌড় প্রতিযোগিতায় স্বর্ণজয়ী অ্যাথলেট। এশিয়ান অলিম্পিক গেমসেও ভারতকে পুরস্কার এনে দিয়েছেন তিনি।
চলচ্চিত্রকাররা অবশ্য এমন অর্জনের কারণে দ্যুতীর বায়োপিক নির্মাণে আগ্রহী হয়েছেন এমনটা না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অ্যাথলেট জানিয়েছেন যে তিনি সমকামি। অর্থাৎ তিনি নারী হয়ে আরেকজন নারীকে ভালোবাসছেন।
এই খবর প্রকাশের পরই মূলত ভারতীয় অনেক চলচ্চিত্র সংশ্লিষ্টরা দ্যুতীর সঙ্গে যোগাযোগ করছেন। ভারতীয় ম্যাগাজিন ফিল্ম ফেয়ারকে দ্যুতি বলেন, ‘অনেক পরিচালক প্রযোজক আমার সঙ্গে যোগাযোগ করছেন। তারা আমাকে নিয়ে বায়োপিক নির্মাণের স্বত্ত্ব চান। কিন্তু এখনো আমি কাউকে সেই অনুমতি দেইনি।’
আরও পড়ুন : শাকিব খান প্রযোজিত চার ছবির নাম ঘোষণা
তিনি আরও বলেন, ‘আমাকে নিয়ে বায়োপিক নির্মিত হলে অনেক হিট হবে মনে হচ্ছে।’ বায়োপিকে নিজের চরিত্রে কোন অভিনেত্রীকে দেখতে চান? এমন প্রশ্নে দ্যুতী বলেন, ‘আমি জানি না কে অভিনয় করলে ভালো হবে। তবে মেরি কম সিনেমায় প্রিয়াঙ্গা চোপড়ার অভিনয় আমার খুব ভালো লোগেছে। আমার চরিত্রে কঙ্গনা অভিনয় করলে আমি বেশি খুশি হব।’
দ্যুতীর এই প্রত্যাশার কথাটুকু পৌছে দেওয়া হয়েছে কঙ্গনা রানৌতেরর কাছে। এ কথা শুনে কঙ্গনাও দ্যুতীকে সমীহ করে বলেছেন, ‘আমার খুবি ভালো লাগছে যে দ্যুতী তার চরিত্রে আমাকে দেখতে চেয়েছে। যদি প্রস্তাব আমার কাছে আসে এবং সব কিছু মিলে যায় তাহলে অবশ্যই আমি চরিত্রটি করব।’
সারাবাংরা/পিএ
আরও পড়ুন :
. ‘অলাতচক্র’ দিয়ে দেশের ছবিতে ফিরলেন জয়া
. হাতে মেহেদি, সিঁথিতে সিঁদুর নিয়ে ফিরলেন নুসরাত