Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ধ্যায় হলুদ, রোববার বিয়ে


২ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:০০ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৫৭

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ভিলেন এবার হয়ে গেছেন প্রেমিক পুরুষ। না, প্রেমিক পরিচয়টাও এখন আর খাটছে না। অভিনেতা ইরেশ যাকের রোববার (৪ ফেব্রুয়ারি) হয়ে যাবেন স্বামী।

হ্যাঁ, বিয়ে করছেন ইরেশ যাকের। অভিনেত্রী মিম রশিদের সঙ্গে রোববার (৪ ফেব্রুয়ারি) বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হবে গায়ে হলুদের অনুষ্ঠান।

জানুয়ারির মাঝামাঝি থেকেই শুরু হয় ইরেশ-মিমের বিয়ের গুঞ্জন। ১৩ জানুয়ারি ইন্সটাগ্রামে পোস্ট করা ইরশে যাকের ও মিমের একটি ছবি থেকেই শুরু হয় গুঞ্জন। ছবির ক্যাপশনে ইরেশ ওয়েডিং সিজন হ্যাশট্যাগটি ব্যবহার করেন। জানুয়ারির শেষভাগে তাদের বিয়ের ব্যাপারে পাকা কথা হয়।

এরপর থেকেই দিন গুনছিলেন দুই পরিবারের সদস্যরা। অবশেষে অপেক্ষার পালা শেষ। ৪ ফেব্রুয়ারির, রোববার হচ্ছে ইরেশ-মিমের বিয়ে।

অভিনেত্রীর মিথিলার বোন মিম রাশিদ। বেশ কিছু প্রোডাকশনে কাজ করেছেন কাজ করেছেন ক্যামেরার পেছনে। অন্যদিকে অভিনেতা-উপস্থাপক ইরেশ যাকের ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমার জন্য খল চরিত্রে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সারাবাংলা/পিএ/টিএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর