Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও দেখা যাবে আমির-কারিনা রসায়ন


২২ জুন ২০১৯ ১৪:৪০

সাত বছর বিরতির পর আবারও পর্দায় জুটি বাঁধতে চলেছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্টখ্যাত আমির খান ও কারিনা কাপুর খান। আমির খান প্রযোজিত ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা যাবে এই জুটির রসায়ন। সবশেষ তারা ২০১২ সালে মুক্তি পাওয়া ‘তালাশ: দ্য আন্সার লাইস উইদিন’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন।

এতদিন  ‘লাল সিং চাড্ডা’ ছবির কেন্দ্রিয় নায়িকা চরিত্রের অভিনেত্রী নিয়ে চলছিল জল্পনা-কল্পনা। ছবির পরিচালক আদভেট চন্দন ও আমির খান নায়িকা খুঁজতে রীতিমতো হিমশিম খেয়েছেন। গল্পের সঙ্গে মানানসই নায়িকাই নাকি পাচ্ছিলেন না তারা! তবে সবশেষ তারা আস্থা রেখেছেন কারিনা কাপুর খানের ওপর।

বিজ্ঞাপন

সূত্রের বরাত দিয়ে জিনিউজ জানিয়েছে, ইতিমধ্যে কারিনা কাপুর খানকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছে। লন্ডনে ‘আংরেজি মিডিয়াম’ ছবির শুটিংয়ের ফাঁকে মুম্বাইতে এসেছিলেন টিভি শোয়ের শুটিংয়ের জন্য। তখন কারিনাকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়। কারিনাও প্রস্তাব পেয়ে রাজি হয়ে যান।

‘লাল সিং চাড্ডা’ ছবিটি হলিউডের জনপ্রিয় সিনেমা ‘ফরেস্ট গাম্প’ এর বলিউড রিমেক। হলিউডের ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা টম হ্যাঙ্কস। ‘লাল সিং চাড্ডা’ ছবির চিত্রনাট্য করছেন অতুল কুলকার্নি।

জানা গেছে, ছবির জন্য ২০ কেজি ওজন কমিয়েছেন আমির খান। অক্টোবরে ছবির শুটিং শুরু হবে। ২০২০ সালের বড়দিনে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/আরএসও/পিএম

আমির খান কারিনা কাপুর খান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর