ফেরদৌসের সঙ্গে কে এই সেলিন বেরন!
২ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৫০ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৫২
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:
আনুষ্ঠানিক ঘোষণা এলো এবার। লন্ডনের অভিনেত্রী সেলিন বেরনের সঙ্গে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস। সিনেমার নাম ‘যদি একটু সময় পেতাম’। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) হয়ে গেল সিনেমার শুভ মহরৎ।
শনিবার (৩ ফেব্রুয়ারি) থেকে এফডিসিতে হবে সিনেমার শুটিং। এর আগে লন্ডনে ছবিটির কিছু ডামি শুটিং হয়েছে। ছবিটি পরিচালনা করছেন জি এম ফুরুক। প্রযোজনা করছে ফোর মোশন পিকচার্স।
সেলিন বেরন মূলত লন্ডনের অভিনেত্রী। সেখানে তিনি প্রচুর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। বেরন মূলত মঞ্চের অভিনেত্রী। টিভি অনুষ্ঠান, বিজ্ঞাপন, মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা ক্লাবে মহরৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার কলাকুশলিরা। শুভেচ্ছা জানাতে এসেছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরসহ অনেকে।
ছবি: আশীষ সেনগুপ্ত
সারাবাংলা/পিএ