Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ কোন নিরব!


২০ জুন ২০১৯ ১৫:০৪

বাংলা সিনেমা পোস্টার বদলেছে। আগের সাদামাটা পোস্টারের জায়গায় এসেছে চাকচিক্যময় পোস্টার। যা সিনেমা দেখার প্রাথমিক আগ্রহ তৈরি করে দেয়। সেকারণে আজকাল নির্মাতারা চাইছেন পোস্টারে নতুনত্ব আনতে। ছবির গল্পের হালকা ধারণাও দিতে চান পোস্টারে।

সেই ধারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলো নতুন এক বাংলা ছবির পোস্টার, নাম ‘আব্বাস’। আর পোস্টারের পুরোটা জুড়ে রয়েছেন ছবির কেন্দ্রিয় চরিত্রের অভিনেতা নিরব। মুখ ভর্তি দাঁড়ি, বাঁকানো গোঁফ, গলায় চেইন, পরনে ছাপার শার্ট আর আগ্রাসী চাহনিতে নিরব ডনরূপে ধরা দিয়েছেন। পোস্টার দেখেই বোঝা যাচ্ছে, তাকে এই ছবিতে এলাকার ডনের চরিত্রে দেখা যাবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  অথচ নুসরাত জাহানের বিয়ের চিত্রনাট্য ছিল অন্যরকম


সাইফ চন্দন পচিালিত ছবিটি মূলত থ্রিলার ও রোমান্টিক ঘরানার। এতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন সোহানা সাবা। প্রথমবারের মতো তারা একসঙ্গে কোনো ছবিতে অভিনয় করছেন।

আব্বাস নামের এলাকার এক ডনের জীবন নিয়ে ছবির কাহিনী গড়ে ওঠে। ঘটনা প্রবাহে আব্বাসের জীবনে এসে হাজির হন সোহান সাবা। যাকে ছাড়া আব্বাস তার জীবন কল্পনা করতে পারে না। মূলত, প্রেম-ভালোবাসা, রাজনীতি, সমাজের অবক্ষয় নিয়ে ছবির গল্প।

এদিকে গত রোববার (১৬ জুন) ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। আগামী জুলাই মাসের ৫ তারিখে ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সূচনা আজাদ, জয়রাজ, ডন হক, শিবা সানু, এইচ কে স্বাধীনসহ আরও অনেকে।

সারাবাংলা/আরএসও/এএসজি


আরও পড়ুন :

.   জন্মশহরে হচ্ছে আইয়ুব বাচ্চু চত্বর, থাকবে রূপালি গিটারও

.   শিল্পকলায় সাধুসঙ্গ

.   শাকিব খানের বিকল্প নেই। হবে? কবে…?

.   রোশন পরিবারের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

.   সাবেকের ভূমিকায় বর্তমান


আরও দেখুন ঃ  আমার জন্মই হয়েছে সঙ্গীতের জন্য: বাপ্পা মজুমদার [ভিডিও স্টোরি]

বিজ্ঞাপন

আব্বাস নিরব সাইফ চন্দন সোহানা সাবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর