Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীক-কর্নিয়ার ক্রিকেটিয় ‘প্রেমের খেলা’


১৭ জুন ২০১৯ ১৪:৩৯

চলছে বিশ্বকাপ ক্রিকেট উন্মাদনা। ক্রিকেট নিয়ে একাধিক গান হলেও এবার ক্রিকেটের অনুষঙ্গ নিয়ে তৈরি হলো প্রেমের গান। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

গানের শিরোনাম ‘প্রেমের খেলা’। ‘তুই ফার্স্ট ওভারের ফার্স্ট বলেতে করতে গিয়া আউট/ আমার প্রেমে খেই হারাইয়া কইরা গেলি শাউট’। এমন কথার গানটি লিখেছেন অনুরূপ আইচ। জুয়েল মোর্শেদ এর সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান ও কর্নিয়া।

বিজ্ঞাপন

নাচে গানে ভরপুর এই গানের ভিডিওতে প্রতীক হাসানকে দেখা গেছে ব্যাট হাতে আর বল হাতে ছিলেন রাহা তানহা খান। মোশনরক এন্টারটেইনমেন্ট এর তত্ত্বাবধানে ইমরাউল রাফাতের পরিকল্পনা ও ভিডিও পরিচালনায় গানটি দর্শকদের ক্রিকেট  উৎসবের মাঝে বাড়তি বিনোদন দেবে বলে মনে করছেন গানটির সংশ্লিষ্টরা।

গানটি প্রসঙ্গে কর্নিয়া বলেন, ‘গানটির সুরকার ও সংগীত পরিচালক জুয়েল মোর্শেদ মাঝে মাঝেই আমার সঙ্গে মজা করে। প্রেমের খেলা গানটি গাওার প্রস্তাব যখন পাই, তখন আমি ভেবেছি জুয়েল মোর্শেদ আমার সঙ্গে মজা করছেন। পরে বুঝতে পেরেছি যে এটা সিরিয়াস ইস্যু।’

গানের ভিডিওতে দেখা যাবে না কর্নিয়াকে। কারণ মিউজিক ভিডিওটির দৃশ্যধারণের সময় তিনি অসুস্থ ছিলেন বলে জানান তিনি।

১৭ জুন ধ্রুব মিউজিক স্টেশন তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে ‘প্রেমের খেলা’ গানটির ভিডিও।


সারাবাংলা/পিএ

কর্নিয়া ক্রিকেট গান প্রতীক হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর