ঢাকা মাতাবে তিন ব্যান্ড
১ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৫৫
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
ওপেন এয়ার কনসার্টের চলটা এখন আর নাই বললেই চলে। আরও অনেক শিল্প মাধ্যমের মতো ব্যান্ডের মাতম এখন চার দেয়ালে বন্দী। গিটারের ঝাঁঝালো সুর, শরীরে কাপন ধরানো ড্রামের বাজনা এখন শোনা যায়না খোলা আকাশের নিচে।
শীতের মৌসুমে রাজধানীর বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হতো দেশ সেরা ব্যান্ডগুলোর কনসার্ট। শুধু সংখ্যায় নয়, কনসার্টের স্থানও পরিবর্তন হয়ে গেছে সময়ের সাথে সাথে।
এই পরিবর্তিত সময়ে, চার দেয়ালের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি কনসার্ট। আয়োজনের শিরোনাম ‘রক অন ঢাকা’। মঞ্চ মাতাবে এলআরবি, আর্টসেল, আর্বোভাইরাস।
এই আয়োজন থেকে ব্যান্ড ও রক ভক্তরা কিছুটা হলেও শীতের মধ্যে উষ্ণতা পাবে। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। শুক্রবার (২ ফেব্রুয়ারি) আয়োজনের গেট খুলবে বেলা ৩টায়। আগ্রহীরা ২০০ টাকার টিকেট কিনে উপভোগ করতে পারবেন কনসার্টটি।
সারাবাংলা/পিএ/টিএস