প্রথমবার মিউজিক ভিডিওতে শিমুল খান
১ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৪৬
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
ঢাকাই সিনেমার জনপ্রিয় ভিলেন শিমুল খান। প্রথমবারের মতো এবার তিনি মিউজিক ভিডিওর মডেল হলেন। কণ্ঠশিল্পী রুবেলের ‘নষ্ট আমি’ শিরোনামের মিউজিক ভিডিওতে দেখা যাবে এই অভিনেতাকে।
‘নষ্ট আমি’ শিরোনামের মিউজিক ভিডিওটি নির্মাণ করবেন রায়হান রাফি। ‘পোড়ামন ২’ ছবিতেও চিত্র নির্দেশনা দিয়েছেন এই তরুণ। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) থেকে টানা তিন দিন ঢাকার বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওটির শুটিং করা হবে।
মিউজিক ভিডিওতে অভিনয় প্রসঙ্গে শিমুল খান বলেন, ‘মিউজিক ভিডিওটির পুরো পরিকল্পনা প্রধানত আমাকে ঘিরেই। গানটি চমৎকার। এর দৃশ্যায়নের গল্পটিও সুন্দর। পরিচালকের মুখে সবকিছু শোনার সাথে সাথেই রাজি হয়ে গিয়েছি।’
সারাবাংলা/টিএস/পিএ