ভিকি’র সঙ্গে অালিয়া ‘রাজি’
১ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:১৯ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৩৫
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
হঠাৎই নন-গ্ল্যামারাস হয়ে হাজির হলেন বলিউড স্টার আলিয়া ভাট। একেবারেই কম মেক-আপ নিয়ে দাঁড়ালেন ক্যামেরার সামনে। সাদা শাড়িতে স্নিগ্ধই লেগেছে তাকে। ব্যাপার আরো আছে, ক্যামেরায় দাঁড়িয়ে পোজ দিয়েছেন অপরিচিত এক পুরুষের সঙ্গে। ছেলের নাম ভিকি কাউশাল।
এই ছেলের সঙ্গে জুটি বেঁধে আলিয়া অভিনয় করবেন ‘রাজি’ নামের ছবিতে। সম্প্রতি অনলাইনে প্রকাশ পেয়েছে সিনেমার প্রথম ঝলক। ছবিটি পরিচালনা করছেন ‘তালভার’ খ্যাত পরিচালক মেঘনা গুলজার।
পোস্ট করা ছবিতে আরো লেখা আছে ‘হান্ড্রেড ডেজ টু গো রাজি’। ছবিটি পোস্ট করে পরিচালক লিখেছেন, ‘শুরু হলো কাউন্ট-ডাউন। হারিন্দার সিক্কার লেখা ‘কলিং সেহমাত’ বই উপজীব্য করে নির্মিত হবে ছবিটি। কাস্মীরের এক নারীর গল্প নিয়ে এই সিনেমা, যে কি না বিয়ে করেছিলেন আর্মি কর্মকর্তাকে।’
‘রাজি’ হবে একটি পিরিওডিক সিনেমা। ছবির কস্টিউম, সেট, রং হবে সত্তুর দশকদের। তাই নায়ক-নায়িকাসহ অন্যান্যদের দেখা যাবে সেই সময়ের মতো।
ছবিটি নিয়ে আলিয়া খুবই উচ্ছসিত, ‘প্রথমবার কোনো পিরিওডিক সিনেমায় কাজ করছি। আর এটা সত্য ঘটনা অবলম্বনে। আমি খুবই এক্সাইটেড, কারণ ছবিতে আমি আসছি একেবারেই ভিন্নভাবে।’
ছবির পুরো শুটিং হবে পুনে এবং কাশ্মীরে।
সারাবাংলা/পিএ