Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মি. বাংলাদেশ ইব্রাহিম, কুমু তার সঙ্গী


১ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:০৬ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:২৬

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:

‘মি. বাংলাদেশ’ এখন কক্সবাজারে। এখনো কোনো খেতাব হয়ে ওঠেনি ‘মি. বাংলাদেশ’। সিনেমার নাম এটি। তবে সিনেমাটি দর্শকদের পছন্দের হয়ে গেলে ‘মি. বাংলাদেশ’ হয়ে যেতে পারেন খিজির হায়াত খান। ‘মি. বাংলাদেশ’ সিনেমার প্রধান চরিত্রের অভিনেতা তিনি।

খিজির হায়াত খান ও শানারেই দেবী শানু

ছবিতে তার নাম ইব্রাহিম। আর তার জীবনসঙ্গী কুমু। এই কুমু চরিত্রে অভিনয় করছেন শানারেই দেবী শানু। শানু অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মি. বাংলাদেশ’। ছবিতে তিনি চট্টগ্রামের মেয়ে।

‘ছবিতে আমি শুটিং শুরু করেছি জানুয়ারির শেষ সপ্তাহ থেকে। ছবিতে আমি মি. বাংলাদেশ অর্থাৎ ইব্রাহিমের স্ত্রী। প্রথমবারের মতো চলচ্চিত্রের জন্য ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি, এটা ভাবতে ভালোই লাগছে। সেজন্য কিছু মানসিক প্রস্তুতি নিতে হয়েছে।’

‘মি. বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ের দৃশ্য

‘মি. বাংলাদেশ’ সিনেমার শুটিং চলছে এখন কক্সবাজারে। সেখানে রয়েছেন খিজির হায়ত খান ও শানারেই দেবী শানু। জঙ্গীবাদ বিষয় নিয়ে ছবিটি পরিচালনা করছেন আবু আখতার উল ইমান।

সারাবাংলা/পিএ

মি. বাংলাদেশ শানারাই দেবী শানু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর