Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অমিতাভের টুইটার একাউন্ট হ্যাক, লিখলো ইমরান খানকে ভালোবাসি


১১ জুন ২০১৯ ১২:৪০ | আপডেট: ১১ জুন ২০১৯ ১৩:১৮

হ্যাকারদের খপ্পরে পড়লো অমিতাভ বচ্চনের টুইটার একাউন্ট। সোমবার রাতে তার একাউন্ট হ্যাক করে তুরস্কভিত্তিক হ্যাকার গ্রুপ আয়েলদিজ টিম। হ্যাকাররা অমিতাভের একাউন্টের প্রোফাইল পিকচারের জায়গায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি বসিয়ে দেয়। আর পোস্ট করে ভারতবিরোধী মন্তব্য।

অমিতাভের একাউন্ট থেকে হ্যাকারদের প্রথম পোস্ট ছিল তুরস্কের ফুটবলারদের প্রতি আইসল্যান্ডের আচরণের নিন্দা করে। তারপর তারা ভারতবিরোধী পোস্ট শুরু করে। সেখানে লেখা হয়, ‘এই রমজান মাসে মুসলিমদের উপর অত্যাচার করছে ভারত। মুহম্মদের বিরুদ্ধে অত্যাচার করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে সবার সমর্থন চাইছি।’এ ছাড়া পাকিস্তানের পতাকা, ইমরান খানকে ভালবাসি এ ধরনের কথাও লেখা হয়।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই পুলিশের কাছে অভিযোগ করেছেন বিগ বি। বিভ্রান্তি এড়াতে গণমাধ্যমকেও ঘটনা জানিয়েছেন অমিতাভ। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ভারতীয় পুলিশ।

ভারতীয় গণমাধ্যম অবলম্বনে

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :  জীবনে অনেক প্রেম করেছি, আর না: স্পর্শিয়া


অমিতাভ বচ্চন ইমরান খান টুইটার ভারত হ্যাকড