‘ভুল ভুলাইয়া’র সিক্যুয়ালে কার্তিক আরিয়ান
১০ জুন ২০১৯ ১৭:৩৬ | আপডেট: ১০ জুন ২০১৯ ১৯:১৭
এক যুগ আগে বলিউডে মুক্তি পায় ভৌতিক ঘরানার ছবি ‘ভুল ভুলাইয়া’। যদিও ছবিটি ছিল মূলত সাইকলোজিক্যাল থ্রিলারধর্মী ছবি। প্রিয়দর্শন পরিচালিত ছবিটিতে তখন অভিনয় করেছিলেন অক্ষয় কুমার ও বিদ্যা বালান। সেসময় ছবিটি বক্স অফিসে ভালো সাড়া ফেলেছিল।
জানা গেছে, ছবিটির সিক্যুয়াল নির্মাণ হতে চলেছে। তবে প্রথম কিস্তির কেন্দ্রিয় অভিনেতা অক্ষয় কুমার থাকছেন না এতে। ‘ভুল ভুলাইয়া টু’ তে অভিনয় করবেন বলিউডের তরুণ তুর্কী কার্তিক আরিয়ান।
আরও পড়ুন : ভূত এলো প্রকাশ্যে
সূত্রের বরাত দিয়ে ফিল্মফেয়ার জানিয়েছে, কার্তিক আরিয়ানকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছে। কার্তিক নিজেই অক্ষয় কুমারের বড় ভক্ত। সেজন্য তিনি ছবিটিতে অভিনয় করার জন্য মুখিয়ে আছেন। কার্তিক ছবির চিত্রনাট্য পছন্দ করেছেন।
বলিউডে কার্তিক আরিয়ানের অভিষেক হয়েছে ‘লুকা ছুপ্পি’ সিনেমার মধ্য দিয়ে। চলতি বছর ছবিটি মুক্তি পায়। মুক্তির পর বলিউড বোদ্ধাদের কাছে প্রশংসিত হন তিনি। কার্তিক এখন ইমতিয়াজ আলির ‘আজকাল’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এই ছবিতে অভিনয়ের জন্য তার শারীরিক গঠনের পরিবর্তন করতে হয়েছে।
সারাবাংলা/আরএসও/পিএম
আরও পড়ুন :
. কোন কারণে কমছে নাটকের দর্শক?
. চলে গেলেন গিরিশ কারনাড