ভূত এলো প্রকাশ্যে
১০ জুন ২০১৯ ১৫:০৩ | আপডেট: ১০ জুন ২০১৯ ১৯:১৫
বলিউড অভিনেতা ভিকি কুশলের বৃহস্পতি এখন তুঙ্গে। একের পর এক হিট ছবি আসছে ঝুলিতে। ‘সঞ্জু’, ‘রাজি’র পর এলো ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। তবে শেষ ছবিটা অন্য ছবিগুলোর চেয়ে আলাদা। অন্য দুই ছবিতে ভিকির চেয়েও বড় তারকা ছিল। আর ভিকির চরিত্রও মূখ্য চরিত্র ছিল না। কিন্তু উরিতে ভিকি একাই একশো। ছবির মূল তারকা তিনি।
এবার ভিকির সামনে নতুন পরীক্ষা। আসছে নতুন ছবি। ছবির নাম ‘ভূত পার্ট ওয়ান- দ্য হন্টেড শিপ’। সোমবার মুক্তি পেল এই ছবির ফার্স্ট লুক পোস্টার।
আরও পড়ুন : কোন কারণে কমছে নাটকের দর্শক?
ছবির পরিচালক ভানুপ্রতাপ সিংহের প্রথম ছবি এটি। আর ভৌতিক ছবিতে ভিকির প্রথম কাজ। ছবি সূত্র জানাচ্ছে, সত্য ঘটনার ওপর ছবিটি নির্মিত হয়েছে। ছবিতে ভিকির বিপরীতে আছেন ভূমি পেডনেকার।
ছবির অন্যতম প্রযোজক শশাঙ্ক খৈতান জানালেন, মুম্বাইয়ের একটি সত্যি ঘটনার ওপরে নির্মিত হয়েছে ‘ভূত পার্ট ওয়ান- দ্য হন্টেড শিপ’। আর নাম থেকেই বোঝা যাচ্ছে ছবিটির অনেকগুলো সিরিজ হতে যাচ্ছে।
শশাঙ্ক ছাড়াও ছবিটির প্রযোজকদের দলে আছেন করণ জোহর আর অপূর্ব মেহতা। ছবিটি চলতি বছরের ১৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা।
সারাবাংলা/পিএম
আরও পড়ুন : চলে গেলেন গিরিশ কারনাড
উরি করণ জোহর ছবি বলিউড ভিকি কুশল ভূত পার্ট ওয়ান- দ্য হন্টেড শিপ রাজি সাঞ্জু