Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অমিতাভের চরিত্রে অভিনয় করবেন হৃতিক রোশান


৯ জুন ২০১৯ ১৩:১৮ | আপডেট: ৯ জুন ২০১৯ ১৩:৫৫

এবারই প্রথম নয়, ‘অগ্নিপথ টু’ ছবিতে অমিতাভের চরিত্রে অভিনয় করেছিলেন হৃতিক রোশান। ছবিটি সুপারহিট হয়। হয়ত সে কারণেই বলিউড বিগ-বি খ্যাত অমিতাভের চরিত্রে আবারও অভিনয় করতে যাচ্ছেন হৃতিক রোশান।

১৯৮২ সালে বলিউডের সুপারহিট ছবি ‘সত্তে পে সত্তা’র রিমেক তৈরি হবে। সেই ছবিতেই অমিতাভ বচ্চনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে হৃতিককে। ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন ফারাহ খান এবং রোহিত শেঠী। খবর ভারতীয় ম্যাগাজিন পিঙ্কভিলা’র।

বিজ্ঞাপন

হৃতিককে প্রসঙ্গে ফারাহ খান বলেছেন, ‘হৃতিককে জানাতেই সে এককথায় রাজি। হৃতিক আমাদের অনেক পরামর্শ দিয়েছে। আমাদের প্রথম পছন্দই ছিল হৃতিক। কারণ অগ্নিপথ টু ছবিতে বিগ বি-এর চরিত্রে ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছেন তিনি। এবং ছবিটি সুপারহিট।’

ইতিমধ্যেই ফারাহ নতুন করে চিত্রনাট্য সাজিয়েছেন। ফারাহ’র সঙ্গে বরাবরই ভালো সম্পর্ক হৃতিকের। তবে পুরোটাই ঠিক হবে আনুষ্ঠানিক ঘোষণার পর।

সূত্রের খবর, হৃতিকের পাশাপাশি নাকি শাহরুখ খান আর অক্ষয় কুমারের কথাও ভেবেছিলেন ফারাহ। কারণ, শাহরুখ অমিতাভ বচ্চনের ডন ছবির রিমেকে অভিনয় করেছেন। এছাড়া ফারাহ’র হ্যাপি নিউ ইয়ার, ওম শান্তি ওম, ম্যায় হু না ছবির হিরো ছিলেন শাহরুখ খান। একই সঙ্গে অক্ষয়ও ফারাহ’র তিস মার খান ছবিতে অভিনয় করেছেন।

তবে শাহরুখ খান আর অক্ষয় কুমারের রাজি না হওয়ার পিছনে নাকি গোপণ কারণ আছে। তারা খুব অল্প বয়সী বা বেশি বয়সের চরিত্রে আর অভিনয় করতে রাজি নন। চরিত্রের বয়স ৪০-এর আশেপাশে হলে তারা তাতে অভিনয় করবেন। মজার কথা, সত্তে পে সত্তা-তে অভিনয়ের সময় বিগ বি-র বয়স ছিল নাকি ৪০! জানিয়েছে পিঙ্কভিলা।

বিজ্ঞাপন

আপাতত হৃতিক তার আগামী ছবি গণিতজ্ঞ আনন্দ কুমারের বায়োপিক সুপার ৩০-র মুক্তি নিয়ে ব্যস্ত। ছবির পরিচালক বিকাশ ব্যাহেল।

সারাবাংলা/পিএ/পিএম

অমিতাভ বচ্চন বলিউড সিনেমা হৃতিক রোশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর