Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ মাতানোর পর যে সিনেমায় ব্যস্ত হবেন শাকিব খান


৮ জুন ২০১৯ ১৮:২৪ | আপডেট: ৯ জুন ২০১৯ ১৫:২৭

শাকিব খান

ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত ‘পাসওয়ার্ড’ ও ‘নোলক’-দুটি সিনেমা মুক্তি পেয়েছে। যা সারাদেশে চলছে মহাসমারোহে। ব্যবসায়িকভাবেও সিনেমা দুটি সফল।

ঈদের ডামাডোল তো শেষ হলো। ‘পাসওয়ার্ড’, ‘নোলক’ ছবি দুটিও মুক্তি পেয়ে গেল। এখন তাহলে শাকিব খান কোন সিনেমায় ব্যস্ত হবেন?

এ প্রসঙ্গে পাসওয়ার্ড সিনেমার অন্যতম প্রযোজক ও শাকিব খানের ঘনিষ্ঠজন মোহাম্মদ ইকবাল সারাবাংলাকে বলেন, ‘দুটি প্রজেক্ট নিয়ে আগাবেন শাকিব খান। যার একটি, পরিচালক কাজী হায়াতের ‘‘বীর’’ অন্যটি বদিউল আলম খোকনের ‘‘ফাইটার’’। যদি কাজী হায়াত সাহেব বীর ছবির কাজ শুরু করতে পারেন, তাহলে বীর ছবির শুটিং আগে শুরু হবে। তা না হলে শুরু হবে ফাইটার।’

ফাইটার ছবিটি নিয়ে আরও কিছু সিদ্ধান্তের বাকি রয়েছে। ছবির নায়িকা এখনো চূড়ান্ত না। কবে থেকে শুটিং শুরু হবে, তাও নির্ধারণ হয়নি। এসব সিদ্ধান্তের জন্য শিগগিরই আলোচনা হবে বলে জানান মোহাম্মদ ইকবাল।

অন্যদিকে বদিউল আলম খোকন সারাবাংলাকে বলেন, ‘ফাইটার ছবির গল্পটা এখনো লেখা শেষ হয়নি। গল্প লেখার কাজ করছেন আব্দুল্লাহ জহির বাবু। আরও পনের থেকে বিশ দিন সময় লাগবে। তারপর সিদ্ধান্ত হবে আমরা কবে শুটিংয়ে যাব।’

সারাবাংলা/পিএ/এএসজি

ফাইটার বীর ব্যস্ততা শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর