Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একশ কোটি তুলতে ‘ভারত’র লাগলো চারদিন!


৮ জুন ২০১৯ ১৪:৩৪ | আপডেট: ৮ জুন ২০১৯ ১৪:৫৩

বলিউড ভাইজান সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ভারত’। মুক্তির চারদিনেই ছবিটি ঢুকে যাচ্ছে একশ কোটির ঘরে। তাও আবার শুধু ভারতের হলগুলো থেকেই এই আয় ‘ভারত’ সিনেমার।

ঈদুল ফিতর উপলক্ষে ৫ জুন ছবিটি মুক্তি পেয়েছে ভারতের ৪ হাজার ৭০০ সিনেমা হলে। শুক্রবার পর্যন্ত ছবিটির আয় ৯৫.৫০ কোটি রুপি। টুইটারে এ তথ্য জানিয়েছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ।

তিনদিনে ‘ভারত’ ছবির আয় সবচেয়ে বেশি মুক্তির দিনে। ৫ জুন ৪২ কোটি রুপি আয় করে নিয়েছে ছবিটি। দ্বিতীয় দিন ৩১ কোটি এবং তৃতীয় দিন ২২ কোটি রুপি উঠেছে ‘ভারত’ ছবির ঘরে।

প্রথম দিনের হিসেবে এটিই সালমানের সবচেয়ে বেশি আয়। এর আগে সালমানের ‘প্রেম রাতান ধান পায়ো’ ছবির প্রথম দিনের আয় ছিল ৪০ কোটি রূপি। আর সুলতান এবং টাইগার জিন্দা হ্যায় ছবির প্রথম দিনের আয় যথাক্রমে ৩৬ ও ৩৪ কোটি রুপি।

এই আনন্দের সঙ্গে কিছুটা শঙ্কাও প্রকাশ করেছেন তরণ আদর্শ। ‘ভারত’ ছবির আয় দিন দিন কমছে। এমনকি তার তিনদিনের আয়ের ব্যবধানও চোখে পরার মতো। সালমানের আগের অনেক ছবি মুক্তির তিন দিনেই ঢুকে গেছে একশ কোটি রুপির ঘরে। কিন্তু প্রতীক্ষিত সিনেমা ‘ভারত’র সময় লাগলো ৪দিন।

আলী আব্বাস জাফরের পরিচালনায় ছবিতে আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, দিশা পাটানি, সুনিল গ্রোভার।

সারাবাংলা/পিএ/পিএম

একশ কোটি বলিউড সালমান খান সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর