Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেম-বিরহের গান নিয়ে ফিরলেন অর্ণব


৫ জুন ২০১৯ ১৪:১৯

ঈদের দিন প্রকাশ পেয়েছে অর্ণবের নতুন গান ‘কি হলে কি হতো’। এই গানের মাধ্যমে দীর্ঘদিন পর পাওয়া গেল এই শিল্পীর নতুন গান। ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি।

গানটির মিউজিক ভিডিওতে রয়েছে কিছুটা চমক। কারণে এতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিৎ মুখার্জী। তবে মূল ভূমিকায় আছেন বাংলাদেশের অভিনেত্রী মিথিলা।

‘কি পেলে কি ভালো হতো/ভেবো না/যা পেয়েছো, তাই বা কজন পায়/বলো না’-এমন কথায় তৈরি হয়েছে গানটি।

গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন প্রদ্যুত চ্যাটার্জী। মোশনরক এন্টারটেইনমেন্ট ও মাস-কাট প্রডাকশনের ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন একলব্য চৌধুরী।

প্রেম ও বিরহের একটি ঘটনা নিয়ে সাজানো হয়েছে মিউজিক ভিডিওটির গল্প। অর্ণব যে ঢংয়ে গান গেয়ে থাকেন, ‘কি হলে কি হতো’ গানটি সেরকমই।

সারাবাংলা/পিএ

অর্ণব কি হলে কি হতো গান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর