দ্বিতীয় জানাজা শেষে গ্রামের পথে মমতাজউদদীন আহমদের মরদেহ
৩ জুন ২০১৯ ১৩:৩৩ | আপডেট: ৩ জুন ২০১৯ ১৩:৪৯
প্রয়াত বরেণ্য নাট্যকার, লেখক, অভিনেতা ও শিক্ষাবিদ অধ্যাপক মমতাজউদদীন আহমদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জুন) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় মসজিদে দ্বিতীয় জানাজা হয়।
জানাজা শেষে তার মরদেহ নিয়ে গ্রামের বাড়ির চাপাইনবাবগঞ্জের ভোলাহাটের উদ্দেশ্যে রওয়ানা দেন স্বজনরা। সেখানে পিতার কবরের পাশে বাংলা সাহিত্য ও নাটকের বরেণ্য এই গুণীকে সমাহিত করা হবে।
এর আগে রবিবার এশার নামাজের পর রাজধানীর রূপনগরের মদিনা মসজিদে অধ্যাপক মমতাজউদদীন আহমদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। অধ্যাপক আহমদ তিন দশকের বেশি সময় ধরে রূপনগরের বাসিন্দা ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় মসজিদের দ্বিতীয় জানাজায় শিল্প-সাহিত্য অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা ছাড়াও রাজনীতিক, শিক্ষাবিদসহ সমাজের নানা শ্রেনীর মানুষ অংশ নেন।
এসময় অধ্যাপক মমতাজউদদীন আহমদের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামানসহ আরও অনেকে।
সারাবাংলা/পিএম/পিএ