Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীর্ঘদিন পরে নতুন গানে মিলা


৩ জুন ২০১৯ ১২:৩৯ | আপডেট: ৩ জুন ২০১৯ ২১:৩০

দীর্ঘদিন পর নতুন গান গাইলেন জনপ্রিয় কন্ঠশিল্পী মিলা। ক্রিকেট নিয়ে তৈরি গানটি প্রকাশ পেয়েছে অনলাইনে। গানের শিরোনাম ‘বাঘ আইলো রে’। সংগীত প্রকল্প ‘ইন্ডাস্ট্রি ভলিওম ২’ এর আওতায় সংগীতশিল্পী অদিত ফিচার করেছেন মিলা ও রাজত্ব ব্যান্ডকে।

‘জোরছে বলো বাঘ আইলোরে/বাঘের থাবা পড়লে শেষ’ গানের রয়েছে বেশ কিছু আয়োজন। মিলা, অদিতের গানের সঙ্গে রয়েছে রাজত্ব ব্যান্ডের র‌্যাপ। রাজত্ব ব্যান্ডের দুই সদস্য তৌফিক আহমেদ ও ফয়সাল রদ্দি। দুজনই এই গানে র‌্যাপ করেছেন। তৌফিক আহমেদ র‌্যাপ সংগীতে নিয়মিত হলেও অনেকদিন পর র‌্যাপ করলেন ফয়সাল রদ্দি।

বিজ্ঞাপন

গানের র‌্যাপ অংশের কথা লিখেছেন তৌফিক আহমেদ ও ফয়সাল রদ্দি। গানের কোরাস অংশ লিখেছেন রাকিব হাসান এবং ফয়সাল রদ্দি।

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এ রোববার (২ জুন) ছিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ। খেলায় বাংলাদেশ ক্রিকেট দল জিতেছে ২১ রানে। প্রথম ম্যাচেই এমন বিজয়ে উল্লসিত দেশবাসী। সবার মধ্যে আরেকটু আনন্দ ছরিয়ে দিতেই এই গান, জানালেন ফয়সাল রদ্দি। তিনি সারাবাংলাকে বলেন, ‘বাংলাদেশ জেতার পর আমাদের আনন্দ আর দেখে কে! অনেক হৈ-হুল্লোর করেছি। গানটি শুনলে শ্রোতাদেরও আনন্দ লাগবে বলে আশা করছি।’

এই গানের মাধ্যমে কণ্ঠশিল্পী মিলাকেও অনেকদিন পর দেখা গেল নতুন মিউজিক ভিডিওতে। ইউটিউব প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে দেখা ও শোনা যাচ্ছে গানটি। এছাড়াও ইন্ডাস্ট্রি ভলিওম ২-এর ফেসবুক পেইজে রয়েছে গানটির মিউজিক ভিডিও।

https://www.facebook.com/theindustrybangladesh/videos/1398864966919617/?t=13

সারাবাংলা/পিএ

অদিত উল্লাস গান মিলা রাজত্ব

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর