Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোলকের সম্মান ববির কাঁধে, তার জন্য মরতেও রাজি শাকিব


২ জুন ২০১৯ ১৪:৫০ | আপডেট: ২ জুন ২০১৯ ১৫:১০

‘নোলক’ ছবির একটি দৃশ্যে ববি। ছবি: ইন্টারনেট

নোলক ও নারী—বাঙালির আবহমান কাল থেকে একে অপরের পরিপূরক। নোলক কেবল একটি গহনা নয়। এটি একটি নারীর সম্মান। শুধু তাই নয় এই নোলক বাঙালি নারীর অহংকার। আর এই অহংকার টিকিয়ে রাখতে তারা যেকোনো ত্যাগ শিকার করতে রাজি থাকে।

এমনি এক কাহিনী এবার দেখা যাবে সিনেমায়। ছবির নাম ‘নোলক’, যা মুক্তি পাবে আসন্ন ঈদুল ফিতরে। মুক্তি সামনে রেখে রোববার (২ জুন) ইউটিউবে প্রকাশ পেয়েছে ছবির ট্রেইলার। দুই মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলারটির প্রতি পরতে পরতে ছিল টান টান উত্তেজনা।

বিজ্ঞাপন

ছবিতে ববি অভিনয় করেছেন ‘কাজলা’ চরিত্রে। নোলকের সম্মান রক্ষার দায়িত্ব তার। ট্রেইলারের শুরুতে তার কাছে দেওয়া হয় তালুকদার বাড়ির সম্মান নোলক রক্ষার দায়িত্ব। ববিও সেই নোলক সম্মান রক্ষায় ব্রত হন। তারপর শুরু হয় নোলক ঘিরে দুই ভাইয়ের পারিবারিক দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব শাখা প্রশাখা গজিয়ে বিস্তার লাভ করে আদালত অব্দি গড়ায়।

 

আর ছবির মধ্যমনি শাকিব খান ছবিতে রোম্যান্টিক অবতারে হাজির হয়েছেন। সেই সাথে তাকে ববির সাথে নানা খুনসুটিতে মেতে উঠতে দেখা গেছে। শুধু তাই নয়, অ্যাকশান দৃশ্যে দেখা গেছে বেপরোয়া শাকিব খানকে।

যদিও ছবির শেষ দৃশ্যের পরিণাম কি হতে চলেছে—সেটা ট্রেইলার দেখে অনুমেয় নয়। তবে ছবির শেষ দৃশ্য যে ঘটনাবহুল হতে যাচ্ছে সেটা অনুমান করা যাচ্ছে।

এদিকে ‘নোলক’ মুক্তি সামনে প্রচারণা শুরু করে দিয়েছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বি হ্যাপী এন্টারটেইনমেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই, ছবির পুরো টিম চষে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গা। এমনকি প্রচারণার অংশ হিসেবে তারা এতিমদের সাথেও ইফতার করছেন। কিন্তু শাকিব খান ছবির প্রচারণায় অংশ নেননি। অংশ নেননি মুক্তি পূর্ববর্তী সংবাদ সম্মেলনে।

বিজ্ঞাপন

শাকিব খান ও ববি ‘নোলক’ ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। এছাড়া তারিক আনাম খান, মৌসুমী, ওমর সানি, রজতাভ দত্তসহ দুই বাংলার বেশ কয়েকজন অভিনয় শিল্পী আছেন ছবিটিতে। ছবিটি পরিচালনা করেছেন সাকিব ইরতেজা চৌধুরী।

সারাবাংলা/আরএসও/পিএ

ট্রেইলার দেখুন: 

নোলক ববি শাকিব খান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর