অর্ণবের বিরতি ভাঙছে ঈদের দিন
৩১ মে ২০১৯ ১৫:৩৭ | আপডেট: ৩১ মে ২০১৯ ১৫:৪৩
দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী অর্ণব। আধুনিক ও ফোক গান তো বটেই, রবীন্দ্র সংগীতেও তিনি মন ভূলিয়েছে শ্রোতাদের। কিন্তু এই শিল্পীর নতুন গান অনেকদিন থেকেই পাচ্ছিলেন না শ্রোতারা। এবার সেই বিরতি ভাঙছে। ঈদের দিন প্রকাশ পেতে যাচ্ছে অর্ণবের নতুন গান।
গানের শিরোনাম ‘কি হলে কি হতো’। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন প্রদ্যুত চ্যাটার্জী। মোশনরক এন্টারটেইনমেন্ট ও মাস-কাট প্রডাকশনের ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন একলব্য চৌধুরী।
গানের ভিডিওতে আছেন অর্ণব, জনপ্রিয় অভিনেত্রী মিথিলা এবং ইন্দ্রশীষ রায়। একটি বিশেষ চরিত্রে আছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জী। গানটির পৃষ্ঠপোষকতা করেছে ইগলু রেড বেলভেট আইসক্রীম।
গান প্রসঙ্গে অর্ণব বলেন, ‘এবারে অনেকটা সময় নিয়ে গানটি বের করলাম। গানটি নিজের মত করেই গাওয়া। যেমনটা আমার কাছে শ্রোতারা প্রত্যাশা করেন। আশা করছি শ্রোতাদের গানটি ভাল লাগবে। ভিডিওটিও ভালো লেগেছে আমার। দর্শকরাও আনন্দ পাবেন।’
ঈদের দিন গানটি প্রকাশ পাবে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে।
সারাবাংলা/পিএ