Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মিস্টার ইন্ডিয়া’ সিক্যুয়াল


৩১ মে ২০১৯ ১৪:২৬

আশির দশকের শেষ দিককার বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি ‘মিস্টার ইন্ডিয়া’। অনিল কাপুর ও শ্রীদেবী অভিনীত ছবিটি সেসময় রীতিমতো ঝড় তুলেছিল বক্স অফিসে। ছবিতে তখন শ্রীদেবীর রূপ, লাবণ্য দেখে প্রেমে পড়ে যাননি, এমন লোক খুঁজে পাওয়া যাবে না বললেই চলে। সেই সাথে অনিল কাপুরের সাথে শ্রীদেবীর পর্দার রসায়ন চারিদিকে হইচই ফেলে দিয়েছিল। বলিউড ইন্ডাস্ট্রিতে এটি একটি ‘আইকনিক’ ছবি হিসেবে স্বীকৃতিও পেয়েছে।

বিজ্ঞাপন

চলতি বছর অর্থাৎ ২০১৯ সালে ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির ৩২ বছর পূর্তি হলো। পূর্তির দিন দশকের বেশি সময় পেরিয়ে যাওয়ার পর এই ছবির সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দিলেন প্রযোজক বনি কাপুর। যদিও এই সিক্যুয়াল নির্মাণের ঘোষণা বণি কাপুর আগে একবার দিয়েছিলেন। কিন্তু আচমকা শ্রীদেবী মারা যাওয়ায় ঘোষণার বাস্তবায়ন সম্ভব হয়ে ওঠেনি। তবে এবার বণি কাপুর আঁটসাঁট বেঁধে নেমে পড়তে চাইছেন সিক্যুয়াল নির্মাণে।

বিজ্ঞাপন

সম্প্রতি ফিল্মফেয়ারকে বনি কাপুর বলেন, ‘সিক্যুয়াল নির্মাণের পরিকল্পনা থেকে সরে আসিনি। আমরা ছবির গল্প নিয়ে কাজ করতে চাই। ছবির গল্পটির সমসাময়িকভাবে তুলে ধরতে হবে। কিছু প্রাথমিক চিন্তা ভাবনা আছে কাহিনীর বিষয়ে। শিগগিরই ছবির কাজ আরম্ভ করতে চাই।’

শেখর কাপুর নির্মাণ করেছিলেন ‘মিস্টার ইন্ডিয়া’। সিক্যুয়ালের পরিচালক তিনি থাকবেন কিনা—জানতে চাইলে বনি কাপুর বলেন, ‘যদি শেখর অন্য কোনো কাজে ব্যস্ত না থাকে তাহলে তিনি ছবিটি পরিচালনা করতে পারেন। তিনি ছবির চরিত্রগুলো নির্বাচত করতে পারেন। শুধু তাই নয়, প্রথমটিতে তার ইউনিটে যারা ছিলেন তারাও সিক্যুয়ালে কাজ করতে পারবেন।’

সারাবাংলা/আরএসও/পিএ

বনি কাপুর মিস্টার ইন্ডিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর