Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৯৭১ গজের জাতীয় পতাকা ও একজন আকবর


২৯ মে ২০১৯ ১২:১০ | আপডেট: ২৯ মে ২০১৯ ১২:৩০

চ্যানেল আইতে ঈদের আগের রাত মানেই রেজানুর রহমানের নাটক। বরাবরের মতো এবারও তার ব্যাতিক্রম হচ্ছে না। এবারও ঈদের আগের রাতে চ্যানেল আইয়ের পর্দায় থাকছে রেজানুর রহমানের নাটক। তিনি এবার নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘বাইশ গজের ভালোবাসা’। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ক্রিকেটকেই বিষয়বস্তু করে নাটকটি নির্মাণ করা হয়েছে।

নাটকটির বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়ার জাভেদ ওমর বেলিম। আরও অভিনয় করেছেন রওনক হাসান, মিশু চৌধুরী, মোহাম্মদ বারী, হাফিজুর রহমান সুরুজ, মাহবুবা রেজানুর, মিন্টু সরদার, উপন্যাস রহমান সহ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত বিভিন্ন নাট্য সংগঠনের বেশ কিছু অভিনেতা-অভিনেত্রী।

বিজ্ঞাপন

নাটকে দেখা যাবে আকবর নামের একজন যুবককে। যে ভাড়ায় ট্যাক্সি চালায়। ছোটবেলা থেকেই ক্রিকেটের ভক্ত সে। ক্রিকেটের ওপর পড়াশুনা করার জন্য বিকেএসপিতে ভর্তিও হয়েছিল। কিন্তু সেটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

ক্রিকেটের প্রতি তার অগাধ ভালোবাসা। বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডে খেলতে গেছে বাংলাদেশ। এ নিয়ে তার মাঝে ব্যাপক উত্তেজনা শুরু হয়। হঠাৎ সে সিদ্ধান্ত নেয় ১৯৭১ গজের একটি জাতীয় পতাকা বানাবে।

কিন্তু এতবড় পতাকা বানাতে হলে তো অনেক টাকার দরকার। এরইমধ্যে আকবরের বড় বোনের অসুস্থ স্বামী ঢাকায় আসে এবং তার বাসায় ওঠে। এই নিয়ে দেখা দেয় নানান সমস্যা। হঠাৎই নিজের ট্যাক্সিতে ২ লাখ ৬৫ হাজার টাকার একটি প্যাকেট ও একটি মোবাইল ফোন পায় আকবর। এবার কি করবে আকবর? বোনের স্বামীর চিকিৎসা করাবে? নাকি পতাকা বানাবে?

চাঁদ রাত সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে নাটকটি প্রচার হবে ‘বাইশ গজের ভালোবাসা’।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ/পিএম

জাভেদ ওমর বেলিম নাটক বাইশ গজের ভালোবাসা