সেন্সর ছাড়পত্র পেলো ‘পাসওয়ার্ড’
২৬ মে ২০১৯ ১৮:২৭ | আপডেট: ২৬ মে ২০১৯ ২০:০০
সেন্সরের গণ্ডি পেরিয়ে গেল ঈদের সিনেমা পাসওয়ার্ড। রোববার (২৬ মে) বেলা ২টা ৩০ মিনিটে সেন্সর বোর্ডে শুরু হয় ছবির প্রদর্শনী। ছবিটি দেখে সেন্সর দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন সেন্সর কমিটির সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সচিব মো. মমিনুল হক।
তিনি সারাবাংলাকে বলেন, ‘সেন্সর কমিটির সদস্যরা ছবিটিকে সেন্সর দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। হয়ত আজকেই সেন্সর সার্টিফিকেট ইস্যু করা হবে। আর ছবিতে কোনো কর্তন নেই।’
শাকিব খান বুবলি অভিনীত সিনেমা ‘পাসওয়ার্ড’ ঈদে মুক্তির জন্য প্রস্তুত। এসকে ফিল্মস-এর ব্যানারে ছবিটি প্রযোজনাও করেছেন শাকিব খান। আর ছবিটি পরিচালনা করেছেন মালেক আফসারি। ছবিতে আরও আছেন ইমন, মিশা সওদাগর।
আরও পড়ুন : নাটক নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে ঈদ আয়োজন
‘হিরো দ্য সুপারস্টার’ ছবির পর দ্বিতীয়বারের মতো সিনেমা প্রযোজনা করছেন শাকিব খান। তাই ছবিটি নিয়ে ভক্ত দর্শকদের মধ্যে উন্মাদনাও বেশি। সম্প্রতি ছবির গানের শুটিং হয়েছে তুরস্কে। এই প্রথম বাংলাদেশের কোনো গানের শুটিং হলো সেখানে।
শিগগিরই ছবির প্রচার শুরু হবে অনলাইনে। প্রকাশ পাবে ছবির টিজার-ট্রেলার ও গান। ছবিতে রয়েছে ‘ঈদ মুবাররক’ শিরোনামের একটি গান। এর কোরিয়গ্রাফি করেছেন বলিউডের কোরিওগ্রাফার পবন শেঠি ও বব।
সারাবাংলা/পিএ
আরও পড়ুন :
. কয়েক সিঁড়ি উঠলেই ওয়াইফাই: কী বলতে চাইছে প্যারাসাইট?
. রাবেয়া খাতুনের গল্পে আবুল হায়াতের ঈদ নাটক
. কানের সেরা ছবি কোরিয়ার প্যারাসাইট, তারান্তিনো ফিরলেন খালি হাতে
. ১২০তম নজরুল জয়ন্তীতে দিনভর নজরুল বন্দনা
. চলচ্চিত্র শিল্পী সমিতি: মেয়াদ শেষ, নেই নির্বাচনের তোড়জোড়
. স্বজনপ্রীতি চাপ বা বিনিময়ের অভিযোগ ভিত্তিহীন: নাসির উদ্দীন ইউসুফ