Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘টার্মিনেটর: ডার্ক ফেট’-এ যুদ্ধ আরও কঠিন


২৪ মে ২০১৯ ২০:২৪

সারাবিশ্বে জনপ্রিয় এক সিরিজের নাম ‘টার্মিনেটর’। আসছে ছবির নতুন কিস্তি ‘টার্মিনেটর: ডার্ক ফেট’। এটি সিরিজের ষষ্ঠ কিস্তি। বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরুনের গল্পে ষষ্ঠ কিস্তি পরিচালনা করেছে ‘ডেডপুল’ ছবির পরিচালক টিম মিলার।

নতুন পর্বে যুদ্ধটা আরও ভয়ংকর। আরও কঠিন। যন্ত্রের হাত থেকে মুক্তির জন্য মানুষের এই যুদ্ধ শুধু চোখ ধাঁধিয়েই দেবে না, চিন্তা করতেও বাধ্য করবে।

তবে নতুনদের সাহায্য করতে ‘টার্মিনেটর: ডার্ক ফেট’ ছবিতেও দেখা যাবে পুরনোদের। যার মধ্যে সারা কনর অন্যতম। যিনি ১৯৮৪ সালে মুক্তি পাওয়া টার্মিনেটরের প্রথম পর্বতেও মূল ভূমিকায় অভিনয় করেছিলেন। আর আর্নল্ড সোয়ার্জনেগার তো অবশ্যই আছেন।

‘টার্মিনেটর: ডার্ক ফেট’ ছবিটি টার্মিনেটরের প্রথম ও দ্বিতীয় কিস্তির সিক্যুয়াল হিসেবে নির্মিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) ইউটিউবে প্রকাশ পেয়েছে ছবির ট্রেলার। চলতি বছরের ১ নভেম্বর যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তির তারিখ চূড়ান্ত করেছে প্রযোজক জেমস ক্যামেরন এবং ডেভিড এলিসন।

সারাবাংলা/পিএ

জেমস ক্যামেরন টার্মিনেটর টার্মিনেটর: ডার্ক ফেট