‘যুদ্ধ বন্ধ করো’
৩০ জানুয়ারি ২০১৮ ১৩:০৮ | আপডেট: ৩০ জানুয়ারি ২০১৮ ১৩:১৫
এন্টারটেইনমেন্ট ডেস্ক
অভিনয়ের পাশাপাশি নিয়মিত দাতব্য কাজে অংশগ্রহণ করেন হলিউডি সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি। শিশুদেরকে তিনি নিস্বার্থভাবে ভালবাসেন! এই ভালবাসা যে লোক দেখানো নয়, তার প্রমাণ হিসেবে তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শিশুদের দত্তক নিয়েছেন। উপহার দিয়েছেন সুন্দর জীবন।
অ্যাঞ্জেলিনা জোলি এবার উচ্চারণ করলেন যুদ্ধ বিরোধী শ্লোগান। সিরিয়ায় গৃহযুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ‘ম্যালফিসেন্ট’ খ্যাত এই অভিনেত্রী। সোমবার (২৯ জানুয়ারি) জর্ডানে জাতিসংঘ পরিচালিত জাতারি শরণার্থী শিবির দেখতে এসেছিলেন তিনি।
শরণার্থী শিবির পরিদর্শন শেষে জোলি বলেন, ‘শরণার্থীরা কত কষ্ট করে এখানে দীর্ঘ আট বছর ধরে আছে তা স্বচক্ষে না দেখলে বোঝা যায় না। সিরিয়ায় যুদ্ধ হবে আর অন্যদেশগুলো ত্রাণ সহায়তা দেবে, এটা কোনো দীর্ঘ মেয়াদি সমাধান নয়। সিরিয়ায় শান্তি ফেরাতে অবশ্যই সেখানে যুদ্ধ বন্ধ করতে হবে। এজন্য বাকী পৃথিবীকেও একসঙ্গে কাজ করতে হবে।’
বিপদে সিরীয় শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য প্রতিবেশী জর্ডানকে ধন্যবাদ জানান জোলি। ৬ লাখ ৫০ হাজার সিরীয় বর্তমানে জর্ডানের জাতারি শরণার্থী শিবিরে রয়েছে।
সারাবাংলা/টিএস/পিএ