তুরস্ক ও দুবাইয়ে চলছে দুই ঢালিউড ছবির শুটিং
২০ মে ২০১৯ ১৩:৩৪ | আপডেট: ২০ মে ২০১৯ ১৪:১৩
ঢালিউড সিনেমার গানের শুটিং এতদিন কেবল ব্যাংকক পর্যন্ত সীমাবদ্ধ ছিল। মাঝে কিছু গানের শুটিং নেপালে হয়েছে। তবে সংখ্যায় তা খুব কম। সবথেকে বেশি বাংলাদেশি সিনেমার গানের শুটিং হয়েছে ব্যাংকক।
হালের জনপ্রিয় নায়ক শাকিব খানের অনেক ছবির গানের দৃশ্যায়ন সেখানে হয়েছে। বারবার একই জায়গায় চিত্রায়ণ দর্শকের মাঝে জন্ম দিয়েছে একঘেয়েমিতা। বিষয়টি শাকিব খান নিজেও আঁচ করতে পেরেছেন। সেকারণে তার প্রযোজিত দ্বিতীয় চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’- এর গানের শুটিং হচ্ছে তুরস্কে। এটাই প্রথম বাংলাদেশি কোনো ছবির গান, যার শুটিং তুরস্কে হচ্ছে।
আরও পড়ুন : সেন্সর পেলো ২১ ঘণ্টার সিনেমার প্রথম দুই অধ্যায়
ভারতের জনপ্রিয় কোরিওগ্রাফার বাবা যাদবের কোরিওগ্রাফিতে গানে শাকিব খানের সঙ্গী বুবলী। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় গানের চিত্রায়ণের কিছু ছবি প্রকাশ পেয়েছে। যেখানে শাকিব খান ভিন্ন সাজে ধরা দিয়েছেন। তবে তার কস্টিউম নিয়ে হচ্ছে সমালোচনা। তার কস্টিউমের সাথে সালমান খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ ও দেবের ‘হইচই আনলিমিটেড’ ছবির কস্টিউমের সাথে মিলে যায়।
যদিও শাকিব খানের ভক্তরা একে নকল বলতে নারাজ। তাদের বক্তব্য, এসব মিল কেবলমাত্র কাকতালীয়; তুরস্কে চিত্রায়িত প্রথম বাংলাদেশি ছবির গান প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে।
‘পাসওয়ার্ড’ ছবিটি পরিচালনা করেছেন মালেক আফসারি। এতে শাকিব খান, বুবলি ছাড়াও অভিনয় করেছেন ইমন, মিশা সওদাগরসহ আরও অনেকে। আসছে ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
অন্যদিকে আরও একটি ছবির শুটিং চলছে দেশের বাইরে, দুবাইতে। গানের নয়, চলচ্চিত্রের কিছু অংশের দৃশ্যায়ণ চলছে দুবাইয়ের মরুভূমিতে। ছবির নাম ‘মিশন এক্সট্রিম’। ছবিটি পুলিশ অ্যাকশান থ্রিলারধর্মী হওয়ার গল্পের প্রয়োজনে দুবাইতে শুটিং হচ্ছে।
এই ছবিরও কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেসব ছবিতে ফজলুর রহমান বাবু, সুজাত শিমুল, ইরেশ যাকের ও আরিফিন শুভকে দেখা গেছে। ইরেশ যাকের ছবিতে দুবাইয়ের শেখের বেশের আবির্ভূত হয়েছেন।
ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন ফয়সাল আহমেদ ও সানি সানোয়ার। ছবির গল্পও লিখেছেন সানি সানোয়ার। যদিও ছবিটি ঈদ উপলক্ষে নির্মিত হচ্ছে না। ঈদ পরবর্তী সময়ে মুক্তি পাবে ছবিটি।
সারাবাংলা/আরএসও/পিএম
আরও পড়ুন :
. অনন্যা পাণ্ডের বাবা শাহরুখ খান!
. দুই মেয়েকে সঙ্গে নিয়ে ২০ বছর পর পরিচালনায় মহেশ ভাট