Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নোলক’ এখনো ঝুলছে!


১৮ মে ২০১৯ ১৮:১০ | আপডেট: ১৮ মে ২০১৯ ১৮:৩০

শাকিব খান ও ববি অভিনীত ‘নোলক’ ছবি নিয়ে জটিলতা কাটছেই না। ঈদে ছবিটি মুক্তি পাবে কি পাবে না—এমন একটি ধোঁয়াশার মধ্যে রয়েছে ছবিটি। মূলত ছবির পরিচালক–প্রযোজক দ্বন্দ্বের কারণে ছবিটি একের পর এক বিতর্কের মুখোমুখি হচ্ছে।

এসবের মধ্যেই ঈদুল ফিতরে ছবিটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। সেজন্য ছবির প্রযোজনা প্রতিষ্ঠান প্রচারণাও শুরু করে দিয়েছে। সোশ্যাল মিডিয়াও সরগরম ছবিটি নিয়ে। কিন্তু ছবির প্রথম দিককার পরিচালক রাশেদ রাহা সিভিল কোর্ট ও ক্রিমিনাল কোর্টে দুটি মামলা করায় ঝুলে যেতে পারে ছবিটির ভাগ্য। এ বিষয়ে জানতে চাইলে সারাবাংলাকে রাশেদ রাহা বলেন, ‘আদালত প্রযোজককে মৌখিকভাবে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। আগামী বুধবারের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে হবে তাদের। তারপর উভয়পক্ষের শুনানি হবে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন :  ঈদের তালিকায় আরও এক ছবি


রাশেদ রাহা আরও বলেন, ‘নৈতিকভাবে ছবির পরিচালক আমি। আমার বিশ্বাস আদালত সঠিক সিদ্ধান্তই নেবেন। চলচ্চিত্র পরিচালক সমিতি এক্ষেত্রে আমার পাশে এসে দাঁড়িয়েছে। সবাই যেহেতু আমার পাশে আছেন সেহেতু ভালো সংবাদ পাবো বলে আশাকরি।’

এদিকে আদালতের বিষয়টি নিয়ে নোলক ছবির প্রযোজক ও পরবর্তীতে পরিচালক সাকিব সনেট মোটেই চিন্তিত নন। অনুভব করছেন না কোনো বাড়তি চাপ। তার মতে, সব ঝামেলা মিটে গেছে। ঈদেই মুক্তি পাবে ‘নোলক’। সারাবাংলাকে সাকিব সনেট বলেন, ‘সব লিগ্যাল আমার। এসব নিয়ে আমি কোনো চাপে নেই। উল্টো যে ফ্রড করেছে, দুর্নীতি করেছে, দেশের মান সম্মান বিদেশের মাটিতে ক্ষুন্ন করেছে তার চাপ অনুভব করার কথা।’

সাকিব সনেট মনে করেন, আদালতের প্রসঙ্গ এনে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ছবি মুক্তির মাধ্যমে সেসব বিভ্রান্তির মোক্ষম জবাব দেবেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৭ সালের ২১ নভেম্বর রাজধানীর এক অভিজাত রেস্তোঁরায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ‘নোলক’ নামের ছবির নাম ঘোষণা করা হয়। সেসময় ছবির পরিচালক হিসেবে ছোট পর্দার নির্মাতা রাশেদ রাহাকে পরিচয় করিয়ে দেওয়া হয়। আর প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ ঘটে সাকিব সনেটের।

এরপর একই বছরের ১ ডিসেম্বর ভারতের রামুজি ফিল্ম সিটিতে টানা ২৮ দিন শুটিং করার পর দ্বন্দ্ব দেখা দেয় ছবির পরিচালক ও প্রযোজকের মধ্যে। প্রযোজককে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ এবং ছবির কাজ ঠিকমতো না করার অভিযোগ এনে রাশেদ রাহাকে পরিচালকের চেয়ার থেকে সরিয়ে প্রযোজক সাকিব সনেট বসে পড়েন পরিচালকের চেয়ারে।

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :

.   ভগ্নিপতির গতি করতে সালমানের নতুন পদক্ষেপ

.   উইল স্মিথের নাচ নিয়ে নাছোড়বান্দা নেটিজেন

.   ঈদে ছবি আমদানি: আমদানিকারক তৈরি, পরিস্থিতি বৈরি

.   ট্রান্সজেন্ডার অক্ষয়, আসছেন অমিতাভও!

.   ক্যাটরিনা জাতীয় পুরস্কার পাবে, বললেন সালমান খান

.   কাটছে না অস্বচ্ছতা, বাড়ছে অনুদানের কলেবর


আদালত নোলক রাশেদ রাহা সাকিব সনেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর