বলিউডি মাজিদ মাজিদি
২৯ জানুয়ারি ২০১৮ ১৮:০৫ | আপডেট: ২৯ জানুয়ারি ২০১৮ ১৮:০৭
এন্টারটেইনমেন্ট ডেস্ক
‘চিলড্রেন অফ হ্যাভেন’-এর মোড়কে জুতোর গল্প কে না দেখেছেন। ‘কালার অফ প্যারাডাইস’ ছবিতে অন্ধ শিশুর আকাশ দেখার দৃশ্যে কেঁদেছেন সিনেমাপ্রেমীরা। দুনিয়া কাপানো এসব সিনেমার পরিচালক মাজিদ মাজিদি।
এবার তিনি বলবেন আন্ডারগ্রাউন্ডের নিঃসঙ্গ এক যুবকের গল্প। কাহিনীর নাম ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’। এটি ইরানিয়ান পরিচালক মাজিদ মাজিদির প্রথম বলিউডি সিনেমা। মার্চের ২৩-এ মুক্তি পাবে ছবিটি। সোমবার (২৯ জানুয়ারি) অন্তর্জালে প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেইলার।
সিনেমায় অভিনয় করেছেন কলকাতার পরিচালক-অভিনেতা গৌতম ঘোষ। কেন্দ্রীয় চরিত্রে আছেন অভিনেত্রী মালভিকা মোহানান ও শাহীদ কাপুরের ছোট ভাই ইশান কাট্টার। আরো আছেন তানিষ্টা চ্যাটার্জি। সিনেমার সংগীত করেছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান।
গল্প, কাহিনী ও চিত্রনাট্য করেছেন মাজিদ মাজিদি নিজেই। ছবিটি প্রযোজনা করেছে ভারতের জি স্টুডিও, কিশোর আরোরা ও শারিন মান্ত্রি কেদিয়া।
সারাবাংলা/পিএ/টিএস