এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার আরও উন্নতি
১৬ মে ২০১৯ ১৮:০০ | আপডেট: ১৬ মে ২০১৯ ১৮:০৩
বরণ্যে অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তিনি খাবার খেতে পারছেন এবং কথাও বলতে পারছেন। এটিএম শামসুজ্জামানের ছোট ভাই সালেহ জামান নাসিম জানান, গতকাল (১৫ মে) থেকে তিনি মুখে তুলে দেওয়া খাবার খেতে পারছেন এবং তিনি আমাদের সঙ্গে কথাও বলছেন। ডাক্তাররা জানিয়েছেন উন্নতির এই ধারা অব্যাহত থাকলে দ্রুতই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।
উল্লেখ্য গত ২৬ এপ্রিল (শুক্রবার) রাত সাড়ে নয়টার দিকে পেট ফাঁপা, বার বার বমি ও কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা নিয়ে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি হন এটিএম শামসুজ্জামান। পরের দিন তার একটি অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টেও রাখা হয়।
বর্তমানে এটিএম শামসুজ্জামানকে আইসিইউতে ফিরিয়ে আনা হয়েছে। শুরু থেকেই তিনি অধ্যাপক ডা. রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
১৩ মে এটিএম শামসুজ্জামানের চিকিৎসায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকা দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এটিএম শামসুজ্জামানের পরিবারের হাতে চেক তুলে দেন তার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
সারাবাংলা/পিএম
আরও পড়ুন :
. চীনা ভাষায় রিমেক হচ্ছে আমিরের ‘তারে জামিন পার’
. বানসালির ভাইঝি জাভেদের ছেলে
. কাজী শুভর ধর্মীয় গান
. মণি রত্নমে ফিরছেন ঐশ্বরিয়া
. আলোচনায় আসার জন্য আমি মানুষ খুন ছাড়া সব করতে পারি: মালেক আফসারি
. ঈদে চ্যানেল আইতে ১০ টেলিফিল্ম