কাজী শুভর ধর্মীয় গান
১৬ মে ২০১৯ ১৫:৫৭ | আপডেট: ১৬ মে ২০১৯ ১৭:০৫
পবিত্র রমজান মাস উপলক্ষে জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ হাজির হয়েছেন ধর্মীয় গান নিয়ে। ‘বইছে পবিত্রতা’ শিরোনামের গানটি ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ইউটিউবে। গানটির সুর করেছেন কাজী শুভ ও কে এম মনির। সঙ্গীতায়োজন রাফির।
শুধু গান নয় একই সঙ্গে নির্মাণ করা হয়েছে গানের মিউজিক ভিডিও। এটি নির্মাণ করেছেন ওসমান মিরাজ। এতে অভিনয় করেছেন বিপাশা কবির। তার সঙ্গে ছিলেন রাসেল। এছাড়া রয়েছে গায়ক কাজী শুভর উপস্থিতি।
নতুন গান প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘রমজান মাসের জন্য আমরা একটি বছর অপেক্ষা করি। এই মাসের ভেতর আল্লাহ তায়ালা অশেষ রহমত রেখেছেন। সেই রহমতের কথা গানে গানে তুলে ধরা হয়েছে।’
সারাবাংলা/আরএসও/পিএম
মিউজিক ভিডিওটি দেখুন:
আরও পড়ুন :
. মণি রত্নমে ফিরছেন ঐশ্বরিয়া
. আলোচনায় আসার জন্য আমি মানুষ খুন ছাড়া সব করতে পারি: মালেক আফসারি
. ঈদে চ্যানেল আইতে ১০ টেলিফিল্ম