ঈদে চ্যানেল আইতে ১০ টেলিফিল্ম
১৬ মে ২০১৯ ১৩:৩৫ | আপডেট: ১৬ মে ২০১৯ ১৪:৫৮
ঈদকে ঘিরে সব টিভি চ্যানেলেই থাকে জমজমাট আয়োজন। চ্যানেলে চ্যানেলে এখন চলছে তারই তোড়জোড়। এবারের ঈদে চ্যানেল আই করছে সাতদিনের বিশেষ আয়োজন। সে আয়োজনে একক নাটক, বিনোদনমুলক অনুষ্ঠান, ছায়াছবির পাশাপাশি থাকছে ১০টি টেলিফিল্ম। ঈদের দ্বিতীয় দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রচারিত হবে এসব টেলিফিল্ম।
ঈদের ২য় দিন বিকেল ২.৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘তাহার সহিত বসবাস’। মেজবাহউদ্দিন সুমনের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয় করেছেন আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ।
ফারিয়া হোসেনের রচনায় টেলিফিল্ম ‘তোমারি প্রেমে প্রতিদিন’ প্রচার হবে ঈদের ৩য় দিন বিকেল ২:৩০ মিনিটে। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, মেহজাবিন চৌধুরী।
‘স্পট রাইটার’ টেলিফিল্মটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও জুঁই করিম। আকাশ রঞ্জনের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন শামীম জামান। প্রচার হবে ঈদের ৩য় দিন বিকেল ৪:৩০ মিনিটে।
মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘বুকভরা ভালোবাসা‘তে অভিনয় করেছেন তওসিফ, শবনম ফারিয়া, মুকিত জাকারিয়া। প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন বিকেল ২:৩০ মিনিটে।
টেলিফিল্ম ‘নটি ফর্টি’। ড. মইনুল খানের রচনা এবং সাজ্জাদ সুমনের পরিচালনায় এতে অভিনয় করেছেন তৌকির আহমেদ, তানিয়া আহমেদ, রওনক হাসান, অহনা, ফারুক আহমেদ, রোজি সিদ্দিকি। প্রচারিত হবে ঈদের ৪র্থ দিন বিকাল ৪:৩০ মিনিটে।
সাদিয়া ইসলাম মৌ অভিনীত ‘পক্ষ-বিপক্ষ’ টেলিফিল্মটি রচনা করেছেন বদরুল আনাম সৌদ এবং পরিচালনা করেছেন আরিফ খান। টেলিফিল্মটিতে আরো অভিনয় করেছেন, মাহফুজ আহমেদ, নীলাঞ্জনা নীলা, ইরফান সাজ্জাদ। প্রচার হবে ঈদের ৫ম দিন দুপুর ২:৩৫ মিনিটে।
টেলিফিল্ম ‘সেদিনও বিকেল ছিল’। পান্থ শাহরিয়ারের রচনায় পরিচালনা করেছেন খন্দকার আলমগীর। অভিনয় করেছেন আফজাল হোসেন, সুমাইয়া শিমু, সেতু, মুনিয়া। প্রচার হবে ঈদের ৫ম দিন বিকাল ৪:৩০ মিনিটে।
আবু হায়াত মাহমুদ রচনা ও পরিচালনা করেছেন টেলিফিল্ম ‘হাসির পাত্র’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, কচি খন্দকার, ফারুক আহমেদ, ডলি জহুর, তারিক স্বপন। দেখানো হবে ঈদের ৬ষ্ঠ দিন দুপুর ০২:৩০ মিনিটে।
মাসুম শাহরিয়ারের লেখা টেলিফিল্ম ‘ভোরের ট্রেন’, পরিচালনা করেছেন সাইদুর রহমান রাসেল। অভিনয়ে সুবর্ণা মোস্তফা, আাঁখি। প্রচারিত হবে ঈদের ৬ষ্ঠ দিন দুপুর ৪:৩০ মিনিটে।
তুহিন হোসেনের রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘চুল তার কবেকার’ । এতে অভিনয় করেছেন মিশু সাব্বির, সারিকা, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আজম খান। দেখানো হবে ঈদের ৭ম দিন রাত ৭:৪৫ মিনিটে।
সারাবাংলা/পিএম
১০ টেলিফিল্ম অহনা ইরফান সাজ্জাদ ঈদ আয়োজন কচি খন্দকার চঞ্চল চৌধুরী চ্যানেল আই জুঁই করিম টেলিফিল্ম ডলি জহুর তওসিফ তানিয়া আহমেদ তারিক স্বপন তৌকির আহমেদ নাদিয়া আহমেদ নীলাঞ্জনা নীলা ফারুক আহমেদ মাহফুজ আহমেদ মুকিত জাকারিয়া মেহজাবিন চৌধুরী মোশাররফ করিম রওনক হাসান রোজি সিদ্দিকি শবনম ফারিয়া