ঈদে চ্যানেল আইতে ৭ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার
১৪ মে ২০১৯ ১৬:১১ | আপডেট: ১৪ মে ২০১৯ ১৬:২০
আসছে ঈদুল ফিতর, প্রস্তুতি নিচ্ছে টেলিভিশন চ্যানেল। ঈদ উপলক্ষে ৬ দিনের আয়োজন করেছে চ্যানেল আই। ঈদ আয়োজনের অনুষ্ঠানমালায় প্রচার হবে ৭টি সিনেমা। আর এই পূর্ণদৈর্ঘ্য সিনেমাগুলোর প্রতিটিরই হবে টিভি প্রিমিয়ার।
ঈদের দিন দুটি সিনেমা আর পরের পাঁচদিনে দেখানো হবে একটি করে মোট সাতটি সিনেমা।
গীতালি হাসানের কাহিনী নিয়ে নির্মিত ‘আলোয় ভূবন ভরা’ এবং ‘রাত্রির যাত্রী’ সিনেমাটি দেখানো হবে ঈদের দিন। আমিরুল ইসলাম পরিচালিত ‘আলোয় ভূবন ভরা’ ছবিটি প্রচার হবে বেলা ১১টা ৩০ মিনিটে। এতে অভিনয় করেছেন সাইফ খান, মিষ্টি মারিয়া, আবদুল্লাহ রানা, অরুণা বিশ্বাস, মুকুল সিরাজি।
হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রির যাত্রী’ সিনেমাটি প্রচার হবে ২টা ৩০ মিনিটে। এ ছবিতে অভিনয় করেছেন মৌসুমী, আনিসুর রহমান মিলন, সালাহউদ্দিন লাভলু, এটিএম শামসুজ্জামান, অরুণা বিশ্বাস।
ঈদের ২য় দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে সিনেমা ‘জান্নাত’। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, সাইমন, মিশা সওদাগর।
শহিদুল আলম সাচ্চু পরিচালিত চলচ্চিত্র ‘ভালোবাসার উত্তাপ’ দেখা যাবে টিভি পর্দায়। অরুণা বিশ্বাস, আবদুল্লাহ রানা, ফারজানা চুমকি, ইমন, মিষ্টি মারিয়া, মুকুল সিরাজি, কাজী রাজু অভিনীত সিনেমাটি দর্শকরা দেখতে পাবেন ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে।
নাদের খান পরিচালিত ‘স্বামী হারা সুন্দরী’ ছবিটি প্রচার হবে ঈদের ৪র্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে। এতে অভিনয় করেছেন ফেরদৌস, পপি, অমিত হাসান প্রমুখ।
ঈদের ৫ম দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে গোলাম মোস্তফা শিমুল পরিচালিত ‘নামতা’ সিনেমাটি। এতে অভিনয় করেছেন বিথী রানী সরকার, নাফিজা চৌধুরী, মোমেনা চৌধুরী, মম আলী, কাজী রাজু।
ঈদ আয়োজনের শেষ দিন অর্থাৎ ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে সাফি উদ্দিন সাফির পরিচালনায় ‘ব্ল্যাক মানি’। ছবিতে অভিনয় করেছেন কেয়া, সায়মন, মৌসুমী হামিদ।
সারাবাংলা/পিএ