বাবার নতুন যন্ত্রনার কথা জানালেন রণবীর
১৩ মে ২০১৯ ১২:২৭ | আপডেট: ১৩ মে ২০১৯ ১২:৩৬
দেড় বছরের বেশি সময় ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন। লড়াইয়ে সফলতাও এসেছে। এখন তিনি অনেকটাই ক্যানসার মুক্ত। গণমাধ্যম আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে সে খবর সবারই জানা। হ্যাঁ, বলা হচ্ছে বলিউড অভিনেতা ঋষি কাপুরের কথা।
এবার নতুন খবর জানালেন ঋষির ছেলে রণবীর কাপুর। তিনি বললেন, তার বাবাকে নতুন যন্ত্রনায় চেপে ধরেছে। আর সেই যন্ত্রনার নাম অভিনয় করতে না পারা। রণবীরের ভাষায়, ক্যামেরার সামনে ফিরতে মুখিয়ে আছেন তার বাবা। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর এই খবর জানান।
রণবীর বলেন, ‘গত এক বছরের বেশি সময় বাবার কাছে খুব কঠিন ছিল। জীবনে বাবার একমাত্র ইচ্ছে সিনেমায় অভিনয় করা। ফলে ওই সময়টা বাবার কাছে কিছুটা পিছিয়ে পড়ার মতো। বাবা নিজের জন্যই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন।’
কিছুদিন আগে ঋষি কাপুর স্বয়ং জানিয়েছেন, ১৮ মাসের লড়াইয়ের পর অবশেষে তিনি ক্যানসার ফ্রি। আর সেই লড়াইয়ে স্ত্রী নীতু পাশে না থাকলে সামলাতেই পারতাম না- এমনটাই জানিয়েছেন অভিনেতা। একই সঙ্গে নিজের দুই সন্তান রণবীর, ঋদ্ধিমাকে সেই লড়াইয়ের অংশীদার বলেছেন।
উল্লেখ্য ঋষি কাপুরের এখনও বোনম্যারো ট্রান্সপ্লান্ট বাকি। এজন্য আরও দু’মাস লাগবে। আশাকরা যায় এরপর পুরোপুরি সুস্থ হয়ে ক্যামেরার সামনে ফিরতে পারবেন তিনি।
সারাবাংলা/পিএম