পূর্ণাঙ্গ জুটি বাঁধছেন শাহরুখ-ক্যাটরিনা
১১ মে ২০১৯ ১৬:৫১ | আপডেট: ১১ মে ২০১৯ ১৬:৫২
আবারও জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ। তবে মৌলিক কোনো ছবি নয়, রিমেক একটি ছবিতে অভিনয় করতে দেখা যাবে এই দুই বলিউড তারকাকে।
রাজ এন সিপ্পি পরিচালিত ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘সত্তে পে সত্তা’ ছবি রিমেক করবেন রোহিত শেঠী। তবে রোহিত শেঠী ছবিটি পরিচালনা করছেন না। তিনি থাকছেন প্রযোজকের দিায়িত্বে। আর ছবিটি পরিচালনা করবেন শাহরুখের ঘনিষ্ট বন্ধু পরিচালক ফারাহ খান। ইতোমধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বলিউড হাঙ্গামা।
সূত্রের খবর, ফারাহ খান সবসময় শাহরুখ খানের সাথে কাজ করতে ভালোবাসেন। তাই তিনি চিন্তা করছিলেন ‘হ্যাপী নিউ ইয়ার’ ছবির পর কিভাবে আবার শাহরুখ খানের সাথে কাজ করা যায়! ক্যাটরিনা কাইফকেও ফারাহ খান অনেক পছন্দ করেন। তার সাথে কাজও উপভোগ করেন। তারা দুজনেই ছবির চিত্রনাট্য পড়ে অভিনয় করার আগ্রহ দেখিয়েছেন।
‘সত্তে পে সত্তা’ ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও হেমা মালিনী। তবে ছবিতে অমিতাভ বচ্চন করেছিলেন দ্বৈত চরিত্রে অভিনয়। তাহলে, শাহরুখ খান কি ছবিতে দ্বৈত চরিত্রে আবির্ভূত হবেন? উত্তরে সূত্র জানিয়েছে, চিত্রনাট্যে কিছুটা পরিবর্তন হবে। তাই পার্শ্ব চরিত্রটির জন্য অন্য অভিনেতা খোঁজা হচ্ছে।
এদিকে বিষয়টি প্রাথমিক পর্যায়ে আছে বলে জানিয়েছে সূত্র। খুব শিগগিরই ছবি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে। সেজন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। এর আগে শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ ‘জাব তাক হ্যায় জান’ ও ‘জিরো’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। যদিও ছবি দুটিতে আরও একজন নায়িকা ছিলেন। যার ফলে তাদের রসায়নে ভাগ বসিয়েছিলেন অন্য নায়িকা আনুশকা শর্মা। এবার এই জুটির খাঁটি রসায়ন দেখা যাবে, যেখানে কোনও ভাগাভাগি নেই।
সারাবাংলা/আরএসও/