এক ছবিতে দুই পরিচালকের অধীনে কাজ করেছি: রজতাভ দত্ত
১১ মে ২০১৯ ১২:৩৯ | আপডেট: ১১ মে ২০১৯ ১২:৪৪
রজতাভ দত্ত, পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা। অসাধারণ অভিনয়গুণের কারণে তিনি কাঁটাতার পেরিয়ে বাংলাদেশেও হয়ে উঠেছেন জনপ্রিয়। গেলো কয়েক বছরে তিনি একাধিক বাংলাদেশি ছবিতে অভিনয় করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি অভিনয় করেছেন ‘নোলক’ নামে একটি চলচ্চিত্রে। আসছে ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাবে।
ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত। নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, ছবির কাহিনী মূলত দুই জমিদার বাড়িকে কেন্দ্র করে। আমি ছবিতে তারিক আনাম খানের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছি। এই বাড়ির একটি নোলক নিয়ে ছবির কাহিনী এগিয়ে যায়।
নিজের চরিত্র সম্পর্কে এর বাইরে কিছু বলতে রাজি হলেন না সব্যসাচী এই অভিনেতা। একটু রহস্য রাখতে চাইলেন তিনি। তার রহস্য জিইয়ে রাখার সূত্র ধরে জানতে চাওয়া হলো ‘নোলক’ ছবির পরিচালনা রহস্য। প্রকৃতপক্ষে কে ছবিটির মূল পরিচালক? উত্তরে রজতাভ দত্ত বলেন, ‘আসলে আমি পরিচালকের নাম মনে রাখতে পারিনা। দুইজন পরিচালকের অধীনে কাজ করেছি। আবার কখনো কখনো সহকারি পরিচালকও এসে ডিরেকশন দিয়েছেন। শুনেছি এই ছবির পরিচালনা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। কিন্তু দ্বন্দ্বের কারণ সম্পর্কে আমি সেভাবে কিছু জানিনা। আমি একজন অভিনেতা। অভিনয় করাটাই আমার মূল কাজ।’
তবে পরিচালনা নিয়ে জটিলতা থাকলেও ‘নোলক’ ছবিতে কাজ করতে পেরে রজতাভ দত্ত বেশ উচ্ছ্বসিত। তার মতে, ছবির গল্পটি চমৎকার। বাংলাদেশের মানুষ ভালো গল্পের একটি ছবি দেখবে পাবে।
কথায় কথায় শাকিব খান প্রসঙ্গ আসতেই শাকিবেরও উচ্ছ্বসিত প্রশংসা করেন এই অভিনেতা। বললেন, ‘শাকিব খানের সাথে এর আগেও আমি বেশ কিছু ছবিতে কাজ করেছি। তার সাথে অভিনয় করা সবসময়ের জন্য ভালোলাগার। খুব পরিশ্রমী অভিনেতা। কাজের বিষয়ে খুব সচেতন।’
সারাবাংলা/আরএসও/পিএম