Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কান চলচ্চিত্র উৎসবে সিলভেস্টার স্ট্যালোন


৯ মে ২০১৯ ১৯:২২ | আপডেট: ৯ মে ২০১৯ ১৯:৩৭

কান চলচ্চিত্র উৎসবের ৭২ তম আসরে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলিউড তারকা সিলভেস্টার স্ট্যালোন। মূলত নিজের নতুন ছবির প্রচারে কান চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন এই তারকা।

‘র‌্যাম্বো’ খ্যাত এই তারকার নতুন ছবি ‘র‌্যাম্বো ভি- লাস্ট ব্লাড’। কিছুদিন আগেই শেষ হয়েছে ছবির নির্মাণ কাজ। এই ছবিটির বিভিন্ন রকম প্রচার চলবে কান চলচ্চিত্র উৎসবের বিভিন্ন প্রোগ্রামে।

ছবিটির একটি প্রদর্শনী করা হবে আসরে। কানের প্যালে ডি ফেস্টিভালে ২৪ মে সকাল ১০টা ৪০ মিনিটে হবে ‘র‌্যাম্বো ভি- লাস্ট ব্লাড’ ছবির বিশেষ প্রদর্শনী। সিলভার স্ট্যালোনের বর্ণাঢ্য অভিনয়ের জীবনের টুকরো চিত্র তুলে ধরা হবে। একই মঞ্চে স্ট্যালোন তার নতুন ছবির কিছু স্থির চিত্র প্রকাশ করবেন।

১৯৮২ সালে মুক্তি পাওয়া সিলভেস্টার স্ট্যালোন অভিনীত ‘র‌্যাম্বো: ফার্স্ট ব্লাড’ ছবিটিও প্রদর্শীত হবে। ফিল্মে শুট হওয়া ছবিটি কানে প্রদর্শিত হবে ফোর-কে রেজুলেশন এবং ডিসিপি ফরম্যাটে।

সারাবাংলা/পিএ/পিএম

৭২তম কান চলচ্চিত্র উৎসব র‌্যাম্বো সিনেমা সিলভেস্টার স্ট্যালোন হলিউড

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর